১০ মিনিটে মাইগ্রেন কমাতে খেয়ে নিন এই পানীয়

রোজ অফিস থেকে বাড়ি— মাথা যন্ত্রণা, সঙ্গে বমি বমি ভাব, রোদে বেরোলেই চোখে ব্যথা, মাথার এক দিক ধরে অসহ্য যন্ত্রণা। এই সমস্যা আমাদের মধ্যে অনেকেই ভোগেন। কখনও স্ট্রেস, কখনও অনিয়মের কারণে হয় মাইগ্রেনের সমস্যা। ওষুধ খেলেও অনেক সময় কমে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৬ ১০:৪৪
Share:

রোজ অফিস থেকে বাড়ি— মাথা যন্ত্রণা, সঙ্গে বমি বমি ভাব, রোদে বেরোলেই চোখে ব্যথা, মাথার এক দিক ধরে অসহ্য যন্ত্রণা। এই সমস্যা আমাদের মধ্যে অনেকেই ভোগেন। কখনও স্ট্রেস, কখনও অনিয়মের কারণে হয় মাইগ্রেনের সমস্যা। ওষুধ খেলেও অনেক সময় কমে না। তাই ওষুধে ভরসা না করে খেয়ে নিন এই পানীয়। ১০ মিনিটেই মাইগ্রেন কমিয়ে দিতে অব্যর্থ এই জল।

Advertisement

কী কী কারণে হয় মাইগ্রেন?

Advertisement

অবসাদ

কোষ্ঠকাঠিন্য

খিদে

মানসিক অস্থিরতা

ঘাড় শক্ত হয়ে যাওয়া

শরীরে অক্সিজেনের অভাব

শরীরে কোনও বিশেষ উপাদানের ঘাটতি

স্ট্রেস

ঘুমের অভাব

অ্যালকোহল

ডিহাইড্রেশন

কী কী লাগবে এই পানীয় বানাতে

জল: এক কাপ

লেবুর রস: একটা লেবুর

নুন: দুই চা-চামচ

কী ভাবে কাজ করবে এই পানীয়

একে বলা হয় ইলেক্ট্রোলাইট সলিউশন। যা শরীরে পজিটিভ ইলেকট্রিক্যাল চার্জ তৈরি করে শরীরকে হাইড্রেটেড করে।

কী কী কাজ করে ইলেকট্রোলাইট

স্নায়ুর কার্যকারিতা নিয়ন্ত্রণ করে ও স্বাভাবিক রাখে।

কার্ডিও ভাসকুলার ফাংশন স্বাভাবিক করে।

পেশির কর্মক্ষমতা বাড়ায়।

শরীরে ম্যাগনেশিয়ামের পরিমাণ বাড়িয়ে যন্ত্রণা উপশম করে।

আরও পড়ুন: জেনে নিন শরীরের কোন জায়গায় তিল থাকলে কী হয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement