skin care

বুড়িয়ে যাওয়ার ভয়? ত্বকে লাগান এই প্যাকগুলি

সামান্য কিছুটা সময় ব্যয় করলেই আপনি পেতে পারেন জেল্লাদার টানটান ত্বক। বয়সের ছাপ সরিয়ে আপনার ত্বকও বলে উঠবে ‘বয়স একটা সংখ্যা মাত্র’! দেখে নিন কী ভাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ১৫:৩৪
Share:

বয়স বাড়ুক, তা যেন চামড়ায় প্রভাব ফেলতে না পারে। ছবি: শাটারস্টক।

বয়স যতই বড়ুক, তার ছাপ চেহারায় পড়লে তা নিয়ে মনখারাপ হয় বইকি! বয়স বাড়ার সঙ্গে ত্বকের নানাবিধ সমস্যাতেও জেরবার হই আমরা। বলিরেখা, কুঁচকানো চামড়া, বয়সজনিত দাগ-ছোপ চেহারার লালিত্যকে নষ্ট করে দেয়। এর জন্য প্রয়োজনীয় বাজারচলতি ক্রিম বা চিকিৎসকের পরামর্শে প্রয়োজনীয় ওষুধ ব্যবহার করেই থাকেন আপনি। তবে এ সব ছাড়াও কতগুলো ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে দূরে থাকা যায়।

Advertisement

সারা দিনের ব্যস্ততার মাঝে সামান্য কিছুটা সময় ব্যয় করলেই আপনি পেতে পারেন জেল্লাদার টানটান ত্বক। বলিরেখা, কুঁচকে যেতে বসা চামড়ার উপর যা দেবে যত্নের পরশ। বয়সের ছাপ সরিয়ে আপনার ত্বকও বলে উঠবে ‘বয়স একটা সংখ্যা মাত্র’!

খেয়াল রাখবেন, অধিকাংশ ক্ষেত্রেই মাসাজ করার সঠিক নিয়ম আমরা জানি না বলেই চামড়া অকালে ঝুলে যায়। ত্বকের কুঞ্চিত ভাব ও ঝুলে পড়া রুখতে যে কোনও ক্রিম মাসাজ করুন মুখের নীচের অংশ থেকে উপরের অংশ বরাবর। দেখে নিন সে সব ঘরোয়া উপায়ে সংক্রান্ত বিউটিশিয়ান ঝরণা দত্তের খুঁটিনাটি টিপস। আর পুজোর আগেই হয়ে উঠুন তরতাজা।

Advertisement

আরও পড়ুন: আপনার টুথপেস্ট এ সব কাজেও ওস্তাদ! জানতেন?

নাক দিয়ে রক্ত? ওষুধ ছাড়াই এই সব উপায়ে রক্ত বন্ধ করুন দ্রুত

টকদই ত্বকের জন্য খুব উপকারী। পুরু করে টকদই লাগিয়ে দশ মিনিট রেখে দিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। এতে ত্বকের তেলা ভাব বজায় থাকে। শুধু তা-ই নয়, টক দইয়ের প্রভাবে ত্বকের মৃত কোষ ঝরে গিয়ে তা হয়ে ওঠে প্রাণবন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন