SKIN CARE

অফিস সেরে নিমন্ত্রণ রক্ষা? চটজলদি ত্বকে জেল্লা ফেরান এই সব ঘরোয়া উপাদানে!

কিছু ঘরোয়া উপায় জানলে ত্বকের ক্লান্তি সরিয়ে নিমেষে জেল্লা ফিরে পেতে পারেন আপনিও! জানেন কী ভাবে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০১৯ ১৫:১৮
Share:

ঘরোয়া উপায়ে তাড়াহুড়োর মধ্যেও ত্বকে ফেরান নয়া জেল্লা। ছবি: শাটারস্টক।

বিয়েবাড়ি হোক বা ঘরোয়া পার্টি, সে দিন যে কর্মক্ষেত্রে ছুটি মিলবেই বা ছুটি নেওয়া সম্ভব হবে এমনটা নয়। বরং আধুনিক প্রজন্ম কর্মব্যস্ততার জেরে এমন সব দিনেও ব্যস্ততা থেকে অবকাশ পান না। ফলে কর্মস্থান থেকে ফিরে সামাজিকতা, লৌকিকতায়অংশ নিতে বাধ্য হন অনেকেই।

Advertisement

সারা দিনের ক্লান্তি, উদ্বেগ, কাজের চাপ সব কিছুর ছাপই তখন পড়েছে চেহারায়। যতই মেক আপ করুন ও সে সব খুঁত ঢেকে দেওয়ার চেষ্টা করুন না কেন, ত্বকের ক্লান্তির ছাপ সরানো যায় না সহজে। বাজারজাত কিছু ক্রিমে এমন উপায়ের কথা লেখা থাকলেও সে সবের রাসায়নিক অনেক ত্বকের ক্ষেত্রেই উপযোগী নয়। তাই কিছু ঘরোয়া উপায় জানলে ত্বকের ক্লান্তি সরিয়ে নিমেষে জেল্লা ফিরে পেতে পারেন আপনিও!

রূপবিশেষজ্ঞ শর্মিলা সিংহ ফ্লোরা জানালেন এমনই কিছু চটজলদি উপায়ের কথা, যা মেনে চললে মুখের ত্বক নিমেষে তরতাজা ও সতেজ হয়ে উঠবে। সারা দিনের পরিশ্রমের ছাপ সরাতে জেনে নিন এই সব কৌশল।

Advertisement

আরও পড়ুন: সুগার-কোলেস্টেরল থাকলেই বাদ মাটির নীচের সব্জি?

ডাবের জল ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে।

বাড়ি ফিরেই কাঁচা দুধ দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এতে ত্বকের ধুলোময়লা যেমন পরিষ্কার হয়, তেমনই সারা দিনের ট্যানও সহজে দূর হয়। টকদই ও মধু একসঙ্গে মিশিয়ে তা মুখে লাগিয়ে রাখুন মিনিট দশেক। শুকিয়ে গেলে ধুয়ে তার উপর মেক আপ করে নিন। মুখ পরিষ্কার করুন ডাবের জল দিয়ে। ডাব প্রাকৃতিক ভাবে আর্দ্র রাখে ত্বক। ত্বকের জেল্লা বাড়াতে ও মেক আপ ধরে রাখতে ডাবের জুড়ি নেই। বাঁধাকপি ভাপানো জল ফ্রিজে রেখে দিন। পার্টিতে যাওয়ার আগে সেই জলকে টোনার হিসেবে ব্যবহার করুন। ত্বকের মৃতকোষ ঝরিয়ে নিমেষে জেল্লা এনে দিতে এর জুড়ি নেই।

আরও পড়ুন: আপনি কি বেশি খুঁতখুঁতে? সাবধান না হলে কী বিপদ অপেক্ষা করছে জানেন?

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গোলাপ জল ও অ্যাপেল সাইডার ভিনিগার একসঙ্গে মিশিয়ে মেক আপের আগে লাগিয়ে নিন মুখে। মেক আপ বেশি ক্ষণ ধরে রাখতে ও মুখের ক্লান্তি সরাতে বিশেষ কাজে আসবে এই কৌশল। অনেক সময় রোদের মধ্যেই নিমন্ত্রণ রক্ষা করতে বেরতে হয়। সে সব ক্ষেত্রে টম্যাটোতে ভরসা রাখুন। টম্যাটো প্রাকৃতিক ভাবে ট্যান রিমুভার। রোদে ত্বক পুড়ে গেলে বা পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার প্রশ্নে টম্যোটো একাই একশো!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন