Diwali Home Cleaning

দীপাবলির আগে বাড়ির প্রতিটি কোণ হোক ধুলোহীন, কোন ঘর থেকে শুরু করবেন? জেনে নিন ধাপে ধাপে

এক দিনে গোটা বাড়ি পরিষ্কার করলে বাদ চলে যাবে একাধিক কোণ। বরং প্রতি দিন ভাগে ভাগে পরিষ্কার করলে, সেই কাজ আরও সূক্ষ্ম হবে। কয়েকটি কৌশল ও ধাপ মেনে কাজ শুরু করতে পারেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১২:২৮
Share:

ঘর পরিষ্কার করার কৌশল। ছবি: সংগৃহীত।

আলোর উৎসব উপলক্ষে ঘরদোর পরিষ্কারের কাজ শুরু করে দিন সপ্তাহখানেক আগেই। ধুলো ঝাড়া, নাছোড় দাগ মোছা, নতুন ভাবে সাজানো, কাজ অঢেল। পরিকল্পনা ছাড়া ঘর পরিষ্কারের কাজে হাত দিলে দিশাহীন মনে হতে পারে। কিন্তু যদি মাথায় ছক কষা থাকে, তা হলে এই কাজ আর কঠিন মনে হবে না।

Advertisement

এক দিনে গোটা বাড়ি পরিষ্কার করলে বাদ চলে যাবে একাধিক কোণ। বরং প্রতি দিন ভাগে ভাগে পরিষ্কার করলে, সেই কাজ আরও সূক্ষ্ম হবে। কয়েকটি কৌশল ও ধাপ মেনে কাজ শুরু করতে পারেন। লুকোনো এবং অচেনা কোণ থেকে শুরু করুন, যেমন আলমারির উপর, দরজার ফাঁক, জানালার ফ্রেমের খাঁজ। যেগুলি সাধারণত উপেক্ষিত থাকে, চোখেও কম পড়ে, সেগুলি আগে মুছে ফেললে বাকিটা সহজ হয়। তার পর সেই জায়গাগুলি পরিষ্কার করুন, যেখানে মানুষের চলাচল বেশি, ব্যবহার বেশি। জেনে নিন কোন ঘর কী ভাবে পরিষ্কার করলে সুবিধা।

রান্নাঘর

Advertisement

যে কোনও উৎসবে বাড়িতে অতিথি সমাগম হওয়ার সম্ভাবনা থাকে। তখন রান্নাঘরেই যত ব্যস্ততা। তাই সেখান থেকেই শুরু হোক সাফাইয়ের কাজ। তাক ও আলমারি একে একে খালি করে নিন। পুরোনো প্যাকেট, মেয়াদোত্তীর্ণ মশলা বা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিন। তাকের ভিতরগুলি মুছে নিন। তার পর চিমনি, এক্সস্ট ফ্যান আর টাইল্‌সের উপর জমে থাকা তেল বা ময়লা তুলতে লেবুর রস বা ভিনিগার মেশানো গরম জল ব্যবহার করুন। কৌটো, বোতল সব ধুয়েমুছে শুকিয়ে রাখুন। শেষে মেঝে ভাল ভাবে মুছে নিন। তেলচিটে ভাব আর দাগ পুরোপুরি তুলতে সামান্য বেকিং সোডা মেশানো জল দিতে পারেন।

বসার ঘর

দীপাবলি ও কালীপুজোয় অতিথি আপ্যায়নের জন্য প্রস্তুত করে ফেলুন বসার ঘর। ভারী পর্দা, কার্পেট বা কুশন কভার কেচে নিন। সোফা, চেয়ার, মাঝের টেবিল, ল্যাম্পশেড, শো-পিস মাইক্রোফাইবার কাপড় দিয়ে পরিষ্কার করুন। লিন্ট রোলার দিয়ে দ্রুত সোফা ও ল্যাম্পশেডের ধুলো পরিষ্কার করা যায়। তার পর ঘর মুছে নিন ফিনাইল ও জল মিশিয়ে। কার্পেট বা সোফায় বেকিং সোডা ছিটিয়ে রেখে দিলে সুগন্ধে ভরে উঠবে ঘর।

শোয়ার ঘর

আলমারির ভিতর থেকে জামাকাপড় সরিয়ে পরিষ্কার করে নিন। ফের আলমারি গুছিয়ে নিন। যে পোশাকগুলি আর ব্যবহার হয় না, সেগুলি দান করে দিন। বিছানার তোষক, বালিশ, কম্বল রোদে শুকিয়ে নিন। চাদরগুলি কেচে নিন। ড্রেসিং টেবিল থেকে সমস্ত জিনিস নামিয়ে আলাদা আলাদা করে মুছে নিয়ে আবার গুছিয়ে রাখুন। খাটের পাশে রাখা টেবিলে রাখা অপ্রয়োজনীয় জিনিস সাজানো ট্রে-তে রেখে দিলে ঘর পরিপাটি দেখায়।

স্নানঘর

টাইল্‌স, কল, আয়না, বেসিন, কমোড— আলাদা আলাদা ভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলুন। কাচ ও আয়নায় ভিনিগার স্প্রে করলে ঝকঝকে হয়ে ওঠে। পুরনো তোয়ালে বা ম্যাট ধুতে দিন। বদলে নতুন ম্যাট বা পাপোশ রেখে দিন। হাত মোছার নতুন তোয়ালে ঝুলিয়ে রাখুন। অতিথিদের জন্যও কিছু বাড়তি তোয়ালে মজুত রাখলে ভাল।

বারান্দা

গাছপালার টব সরালেই দেখবেন, মেঝেতে চাপ চাপ ময়লা। সেগুলি ভাল করে মুছে ফেলুন। গাছের পাতা ছেঁটে নিন। নতুন ফুলে টব রাখলে দেখতে সুন্দর লাগবে, ময়লাও হবে না চট করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement