সুগন্ধি লাগবে না, অথচ দিনভর সুগন্ধ থাকবে স্নানঘরে। কোন কৌশলে তা সম্ভব? ছবি: সংগৃহীত।
স্নানঘর ভুরভুর করবে সুন্দর গন্ধে। সে জন্যই দোকান থেকে ‘ফ্রেশনার’ কিনে এনেছিল তিন্নি। কিছু ক্ষণ সেই প্যাকেট স্নানঘরে ঝোলানোর পরেই মাথা ধরার জোগাড়।
কৃত্রিম সুগন্ধি অনেকেরই সহ্য হয় না। তীব্র গন্ধ কারও কাছে বিরক্তিকর হয়ে ওঠে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন আসে, তা হলে স্নানঘর সুরভিত হবে কী ভাবে?
বেছে নিন তিন উপাদান। তিন উপাদানের মিশেলে তৈরি দ্রবণ স্প্রে করলে স্নানঘর শুধু সুরভিত হবে না, পরিচ্ছন্নও থাকবে। কৃত্রিম নয়, বরং প্রাকৃতিক এবং মৃদু সুবাসই মন ভাল করে দেবে।
স্নানঘরে যেহেতু আলো-হাওয়া কম আসে, ভিজে ভাব থাকে, তাই এখানে রোগ-জীবাণু দ্রুত বেড়ে ওঠে। স্নানঘর পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে দুর্গন্ধও হয়।
এমন সমস্যার সমাধানে তৈরি করুন এক বিশেষ তরল। এ জন্য প্রয়োজন বেকিং সোডা, তরল সাবান এবং এসেন্সিয়াল অয়েল। একটি পাত্রে গরম জল নিয়ে প্রথমেই ২-৩ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। যোগ করুন ১ টেবিল চামচ তরল বা গুঁড়ো সাবান। সবশেষে পছন্দের কোনও এসেন্সিয়াল অয়েল।
মিশ্রণটি স্প্রে বোতলে ভরে স্নানঘরের আনাচকানাচে স্প্রে করে দিন। তোয়ালে রাখার রড, টাইল্স, বেসিন সর্বত্রই। স্নানঘরে গেলে মাঝেমধ্যেই মিশ্রণটি স্প্রে করতে থাকুন। এতে দিনভর সুবাস ছড়াবে, কিন্তু তা অতিরিক্ত মনে হবে না। রাতে মনে করে কমোডে স্প্রে করে রাখুন। সকালে উঠে সুগন্ধে ভরে থাকবে স্নানঘর।
মিষ্টি সুবাসের জন্য দিতে পারেন ল্যাভেন্ডার এসেন্সিয়াল অয়েল, ইউক্যালিপটাস অয়েল দিতে পারেন সময় নিয়ে স্নান করতে গেলে। এতে স্পা-এর মতো আমেজ আসবে। লেমন এসেন্সিয়াল অয়েল তরতাজা ভাব আনবে।
স্প্রে করার পাশাপাশি এসেন্সিয়াল অয়েল যুক্ত মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ছিদ্রযুক্ত ঢাকনা বা পাতলা কাপড় মুখে আটকে স্নানঘরে রেখে দিতে পারেন। এতেও স্নানঘরে প্রাকৃতিক সৌরভ থাকবে।
বেকিং সোডা, দুর্গন্ধ দূর করতে এবং স্যাঁতসেঁতে ভাব কাটিয়ে তুলতে সহায়ক। এসেন্সিয়াল অয়েল তৈরি হয় প্রাকৃতিক নির্যাস দিয়ে। সুবাস যোগ করবে এটিই। একবার মিশ্রণ তৈরির পর ২ সপ্তাহ পর্যন্ত তা ব্যবহার করা যাবে।