Ant

Pest Control: রান্নাঘরের দুই উপাদানেই পাকাপাকি ভাবে দূর হবে পিঁপড়ে

হাজার চেষ্টাতেও কমছে না আক্রমণ? সমাধান থাকতে পারে রান্নাঘরেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২২ ০৭:১৩
Share:

পিঁপড়ে তাড়ানোর টোটকা ছবি: সংগৃহীত

রান্নাঘরে কিংবা খাওয়ার টেবিলে কিছু রাখতে না রাখতেই দলে দলে জমা হচ্ছে পিঁপড়ে? হাজার চেষ্টাতেও কমছে না আক্রমণ? সমাধান থাকতে পারে রান্নাঘরেই। মাত্র দু’টি উপকরণ একসঙ্গে মিশিয়ে ছড়িয়ে দিলেই পাকাপাকি ভাবে দূর হয়ে যাবে পিপীলিকার সমস্যা।

Advertisement

উপাদান দু’টি হল আইসিং সুগার ও বেকিং সোডা। আইসিং সুগার এক বিশেষ ধরনের গুঁড়ো চিনি যা কেক তৈরি করতে ব্যবহৃত হয়। বেকিং সোডাতে থাকে বাই-কার্বনেট জাতীয় উপাদান। এই বাই-কার্বনেট আর বিশেষ ধরনের চিনির গুঁড়ো একসঙ্গে মিশিয়ে পিঁপড়ে ওঠার জায়গাগুলিতে ছড়িয়ে দিলেই কেল্লাফতে। মিশ্রণটি ছড়িয়ে দিতে পারেন ঘরের কোণ কিংবা পিঁপড়ে আসার ছোট ছিদ্রতে। অনেকে পিঁপড়ে তাড়াতে কীটনাশক ব্যবহার করেন। এই ধরনের পদার্থ স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকির। তাই ঘরোয়া টোটকাতেই যদি পিঁপড়ে দূর হয়ে যায়, তবে কমবে স্বাস্থ্যহানির আশঙ্কাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন