দু’দিন অন্তর ভারী বৃষ্টি, এমন সময় বাগানের ধনেপাতা গাছ ভাল রাখবেন কী ভাবে?

বর্ষা থাকতে থাকতেই বাড়িতে ধনেপাতা চাষ করতে পারেন। জেনে নিন সহজ পদ্ধতি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২৫ ২০:৩১
Share:

বর্ষার সময়ে কী ভাবে ধনেপাতা ফলাবেন? ছবি: সংগৃহীত।

টাটকা ধনেপাতা বাড়িতে ফলানো মোটেই কঠিন নয়। আর্দ্র এবং উষ্ণ আবহাওয়া এই গাছের জন্য ভাল। বর্ষার সরস মাটিতে এই গাছ কম যত্নেই বেড়ে উঠতে পারে। তবে ভারী বৃষ্টিতে গাছের ক্ষতি হতে পারে। কী ভাবে বর্ষার মরসুমে ধনেপাতা গাছের যত্ন নেবেন?

Advertisement

বর্ষায় ধনেপাতা চাষের পদ্ধতি

ছয় ইঞ্চি গভীর এবং উপযুক্ত জল নিষ্কাশনি ব্যবস্থাযুক্ত টব বা বাক্স জরুরি। মাটি তৈরির জন্য বাগানের সাধারণ মাটির সঙ্গে জৈব সার এবং কোকোপিট মিশিয়ে নিন। ভাল মানের বীজ হলে, তবেই গাছ ভাল হবে। মাটি প্রস্তুতির পর হালকা ভিজে মাটিতে দানা ছড়িয়ে দিন। উপযুক্ত আলো-হাওয়া পেলে ১০ দিনের মধ্যেই চারা বেরোবে।

Advertisement

গাছের গোড়া ভিজে থাকলে ক্ষতি। তাই টবের মাটির উপরিভাগ শুকিয়ে গেলে তবেই জল দিন। বর্ষার জল যেন না জমে নিশ্চিত করতে হবে। মাসে এক বা দু’বার স্বল্প মাত্রায় জৈব সার প্রয়োগ করলে গাছ ভাল হবে।গাছের পাতা হলদে হয়ে গেলে বা কাণ্ড পচে গেলে সেই অংশ ছেঁটে ফেলা জরুরি। পোকার আক্রমণ হলে নিম তেল স্প্রে করতে পারেন।

ভারী বৃষ্টিতে সতর্কতা

১। ধনেপাতা গাছের গোড়ায় জল জমলেই ক্ষতি। বর্ষার সময় মাটি আলগা করে দিন। টবের নীচের ছিদ্রটি পরিষ্কার রাখুন যাতে বৃষ্টির জল দ্রুত বেরিয়ে যায়।

২। বৃষ্টি বেশি হলে ছাউনির তলায় গাছ রাখতে পারেন। তবে এই গাছের জন্য যথেষ্ট সূর্যালোক প্রয়োজন। যথাযথ রোদ পায় এমন স্থানে সেটিকে রাখতে হবে।

৩। টব একটু উঁচু স্থানে বা স্ট্যান্ডে রাখতে পারেন। যাতে মাটিতে জল জমলেও টব থেকে জল বেরিয়ে যেতে সুবিধা হয়।

৪। গাছ যেন যথেষ্ট আলো-হাওয়া পায় তা সুনিশ্চিত করতে হবে।

৫। বর্ষার স্যাঁতসেঁতে পরিবেশে গাছে পোকার আক্রমণ হতে পারে। রোগ সংক্রমণও বেশি হয়। তাই নিয়মিত গাছের খেয়াল রাখা প্রয়োজন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement