Home Decoration Tips

সযত্নে বড় করা বাহারি গাছে ঘর সাজাবেন? মুশকিল আসান করবে রকমারি স্ট্যান্ড ও তাক

শুধু গাছ বড় করলেই হবে না, সুন্দর করে সাজাতে না পারলে অন্দরসজ্জাই মাটি হতে পারে। সযত্নে লালন করা গাছ কী ভাবে এবং কোথায় সাজাবেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ মে ২০২৫ ১৯:৩৬
Share:

সযত্নে গাছ বড় করেছেন। কী ভাবে সেই গাছ সাজাবেন? ছবি: সংগৃহীত।

অন্দরসজ্জায় গাছের ব্যবহার ক্রমশই বাড়ছে। কৃত্রিম জিনিস যতই শৌখিন হোক না কেন, তা কখনও একটি সজীব, সতেজ গাছের সমতুল্য হতে পারে না। ফুলের গাছ হোক বা পাতাবাহার— সাজাতে জানলে দামী ঘর সাজানোর জিনিসকেও তা টেক্কা দিতে পারে। কিন্তু কী ভাবে সযত্নে লালন করা গাছপালা দিয়ে সাজিয়ে তুলবেন অন্দরমহল? টেবিলে, সিঁড়িতে তা সাজানো যায় বটে। তবে গাছের প্রদর্শনে ব্যবহার করতে পারেন বিভিন্ন রকম স্ট্যান্ড এবং তাকও।

Advertisement

লোহার তাক দেওয়া কাঠামো

লতানে এবং বড় গাছগুলি উপরে দিলে দেখতে অন্য রকম লাগবে। ছবি: সংগৃহীত।

লোহার তাক দেওয়া কাঠামো বানিয়ে নিন। টবে রাখা পাতাবাহার গাছ বা ফুলের গাছ সাজিয়ে দিন তাকে। আর একদম উপরে রাখুন একটু বড় আকারের কয়েকটি লতানে গাছ। বাহারি লতানে গাছগুলি লোহার কাঠামো বেয়ে নেমে আসবে। একেবারেই অন্য মাত্রা আসবে সজ্জায়।

Advertisement

ষড়ভুজ তাক

প্রত্যেকটি তাকে একটি বা ছোট হলে দু’টি টব রেখে সাজাতে পারেন। ছবি: সংগৃহীত।

গাছ সাজানোর জন্য ব্যবহার করতে পারেন ষড়ভুজ তাক। একাধিক ষড়ভুজ তাক জুড়ে দেওয়া যায় নানা রকম আকৃতি। বসার ঘর হোক বা বারান্দার দেওয়াল, তাক লাগিয়ে সেখানে সাজিয়ে নিন গাছ। প্রতিটি খোপে সুন্দর টবে রাখা একটি করে গাছ সাজান। লতানে গাছ, সাকুলেন্ট মিলিয়ে-মিশিয়ে সাজালে দেখতে বেশ লাগবে।

একাধিক তাক দেওয়া শৌখিন স্ট্যান্ড

এ রকম তাকেও গাছ রাখলে সেগুলি ভাল ভাবে দেখা যাবে। ছবি: সংগৃহীত।

একাধিক তাক বিশিষ্ট শৌখিন নানা রকম স্ট্যান্ড পাওয়া যায় গাছ সাজানোর জন্য। কোনওটি দু’টি তাক, কোনটি ছ’টি তাক বিশিষ্ট। কোনওটি দেখতে পিরামিডের মতো। কোনওটি আবার লম্বা বেশি, চওড়া কম। অন্দরের গাছ সাজানোর জন্য এমন কিছু বেছে নেওয়া যায়। প্লাস্টিক, কাঠ বিভিন্ন উপকরণে তৈরি হয় এই ধরনের স্ট্যান্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement