Online Application for driving license

গাড়ি চালানোর প্রশিক্ষণ শেষ? অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করবেন কী ভাবে

ভারতীয় নিয়ম অনুযায়ী ১৬ বছরের পর অভিভাবকের সম্মতি থাকলে তবেই কেউ দু’চাকা কিংবা চার চাকা গাড়ি চালানো শেখার জন্য লাইসেন্সের আবেদন করতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২২ ২০:৩১
Share:

জেনে নিন কী ‌ভাবে গাড়ি চালানো শেখার জন্য অনলাইনে লাইসেন্সের জন্য আবেদন করবেন।

ইতিমধ্যেই গাড়ি চালানোর প্রশিক্ষণ নিয়ে ফেলেছেন! এ বার লাইসেন্সের জন্য আবেদন করার পালা?

Advertisement

রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে (আরটিও) গিয়ে আপনি চাইলেই লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন। তবে অনলাইনেও আপনি সহজেই গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। ভারতীয় নিয়ম অনুযায়ী ১৬ বছরের পর অভিভাবকের সম্মতি থাকলে তবেই কেউ দু’চাকা কিংবা চার চাকা গাড়ি চালানোর অনুশীলন করার জন্য লাইসেন্সের আবেদন করতে পারবেন। আর ১৮ বছরের পর স্থায়ী লাইসেন্সের জন্য আবেদন করা যায়।

Advertisement

অনুশীলন করার জন্য লাইসেন্স হোক কিংবা পাকাপাকি লাইসেন্স দুই ক্ষেত্রেই অনলাইনে আবেদন করার সুযোগ রয়েছে। অনুশীলন করার জন্য লাইসেন্সের আবেদন প্রক্রিয়াটি পুরোটাই অনলাইনে কর যায়। তবে স্থায়ী ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে অবশ্যই ট্রান্সপোর্ট অফিসে শারীরিক ভাবে উপস্থিত থাকতে হবে এবং ড্রাইভিং পরীক্ষায় পাশ করতে হবে।

স্থায়ী লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি:

১) সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে যান। (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do)

২) নিজের রাজ্যের নাম বাছাই করুন।

৩) ‘অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন।

৪) আধার নম্বর দিয়ে লগ ইন করুন।

৫) আপনার সম্পর্কে যা যা জানতে চাওয়া হয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে অনলাইন ফর্মটি ভর্তি করুন। ৫) সে সব নথি চাওয়া হয়েছে, তার স্ক্যানড কপিগুলি আপলোড করুন।

৬) আবেদন মূল্য জমা দিন।

৭) গাড়ি চালানোর পরীক্ষা দেওয়ার জন্য নির্দিষ্ট স্লট বুক করুন।

৮) নির্দিষ্ট সময় গিয়ে পরীক্ষাটি দিয়ে আসুন।

৯) আপনি যদি পরীক্ষায় পাশ করেন, তা হলে আপনার বাড়িতেই সরকারি তরফে লাইসেন্স পাঠিয়ে দেওয়া হবে।১০) আপনি পরীক্ষায় পাশ না করলে আপনাকে পরের বার অতিরিক্ত ৫০ টাকা দিতে হবে আবেদন করার সময়।

অনলাইনেও আপনি সহজেই গাড়ি চালানোর লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন।

অনুশীলন করার লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন পদ্ধতি:

১) সড়ক পরিবহন ও জাতীয় সড়ক মন্ত্রকের ওয়েবসাইটে যান। (https://sarathi.parivahan.gov.in/sarathiservice/stateSelection.do)

২) নিজের রাজ্যের নাম বাছাই করুন।

৩) ‘অ্যাপ্লাই ফর লার্নিং লাইসেন্স’ অপশনে ক্লিক করুন।

৪) আধার নম্বর দিয়ে লগ ইন করুন। আপনি বাড়ি থেকে পরীক্ষা দেবেন না কি কোনও নির্দিষ্ট কেন্দ্র থেকে সেই অপশনটি নির্বাচন করুন।

৫) ‘নো ড্রাইভিং লাইসেন্স ইস্যুড ইন ইন্ডিয়া’-অপশনটি নির্বাচন করুন।

৬) সাবমিট অপশনে ক্লিক করুন।

৭) আধার নম্বর ও মোবাইল নম্বর দিয়ে ‘জেনারেট ওটিপি’ অপশনে ক্লিক করুন।

৮) মোবাইলে ওটিপি এলে সেই নম্বরটি স্ক্রিনে লিখুন।

৯) কোন উপায় আবেদন মূল্য জমা করবেন, তা নির্বাচন করুন।

১০) ১০ মিনিটের একটি ভিডিয়ো দেখতে হবে। শেষে আপনার মোবাইলে আরও এক বার ওটিপি আসবে।

১১) সেই ওটিপি জমা করে, আপনার দিকে ক্যামেরা ঘুরিয়ে পরীক্ষা দিতে শুরু করুন। ১০টা প্রশ্নের মধ্যে ৬টা প্রশ্নের উত্তর দিতে হবে পাশ করার জন্য।

১২) পরীক্ষায় পাশ করলে আপনাকে লাইসেন্সটি পিডিএফ আকারে পাঠানো হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন