কোথায় সস্তায় পাবেন আপনার পছন্দের বই?

ফ্লিপকার্ট, অ্যামাজন, ইনফিবিম, রেডিফ-সহ অনলাইনে কেনাকাটা করার প্রায় সব ক’টি ওয়েবসাইটই বই বিক্রি করে। এ ছাড়াও রয়েছে ইউরিড বা ক্রসওয়ার্ডের মত কিছু ওয়েবস্টোর যেখানে শুধুই বই পাওয়া যায়। ওয়েবস্টোরগুলিতে সাধারণত ইংরেজি ও হিন্দি বই বেশি পাওয়া যায়।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৬:৪৭
Share:

ফ্লিপকার্ট, অ্যামাজন, ইনফিবিম, রেডিফ-সহ অনলাইনে কেনাকাটা করার প্রায় সব ক’টি ওয়েবসাইটই বই বিক্রি করে। এ ছাড়াও রয়েছে ইউরিড বা ক্রসওয়ার্ডের মত কিছু ওয়েবস্টোর যেখানে শুধুই বই পাওয়া যায়। ওয়েবস্টোরগুলিতে সাধারণত ইংরেজি ও হিন্দি বই বেশি পাওয়া যায়। তবে ইদানিং বিভিন্ন বাংলা বইও মিলছে।

Advertisement

১। নানা ওয়েবস্টোর এক একটি বইয়ের ক্ষেত্রে আলাদা আলাদা ছাড় দেয়। কেনার আগে আপনি খুব সহজেই জেনে নিতে পারেন কোন স্টোরে সবচেয়ে কম দামে মিলবে আপনার পছন্দের বইটি। এর জন্য যেতে হবে ইন্ডিয়াবুকস্টোর নামের একটি ওয়েবসাইটে। ঠিকানা: http://www.indiabookstore.net। মোবাইলেও ডাউনলোড করে নিতে পারেন ইন্ডিয়াবুকস্টোরের অ্যাপ। সেখানে বইয়ের নাম বা লেখকের নাম দিয়ে খোঁজ করতে পারেন। পছন্দের বইটি খুঁজে তার উপর ক্লিক করলেই হল। একটা ছকের মধ্যে মিলে যাবে কোন ওয়েবস্টোরে বইটির কত দাম।

২। একই সঙ্গে দেখতে পাবেন কোন ওয়েবস্টোর কত দিন সময় নেবে বইটি আপনার দোরগোড়ায় পোঁছে দিতে। ছকের মধ্যেই মিলবে প্রতিটি স্টোর থেকে বইটি কেনার জন্য লিঙ্ক।

Advertisement

৩। ইন্ডিয়াবুকস্টোরে বইয়ের খোঁজ করার সময় আর একটি বিষয় মাথায় রাখতে পারেন। বইয়ের নাম বা লেখকের নাম দিয়ে খোঁজ করার বদলে যদি পছন্দের বইটির আইএসবিএন নম্বর লিখে খোঁজ করেন, তা হলে আরও সহজে বইটির নাগাল পেয়ে যাবেন।

৪। আপনি যদি মোবাইলে বা ট্যাবে এই ওয়েবসাইটের অ্যাপ ব্যবহার করেন এবং যে বইটি কিনতে চাইছেন সেটিও যদি নাগালে থাকে তা হলে ব্যাপারটা আরও সহজ। অ্যাপ দিয়ে বইয়ের পিছনের আইএসবিএন বার কোড স্ক্যান করে নিন। তৎক্ষণাৎ হাতের মুঠোয় হাজির হয়ে যাবে সেই বইয়ের যাবতীয় দর-দাম।

সুতরাং, এ বার থেকে অনলাইনে বই কেনার আগে একটু খোঁজ খবর নিতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন