কল পরিষ্কার করার টোটকা। ছবি: সংগৃহীত।
শৌচালয় বা স্নানঘর পরিষ্কার মানেই কমোড, বেসিন এবং মেঝে পরিষ্কার? এ দিকে যে নজর এড়িয়ে যাচ্ছে বাথরুমের একাধিক কল? জলে থাকা খনিজ ও আর্দ্রতায় ধাতুতে জং ধরে যায়। কখনও আবার জলের দাগ পড়ে সাদা আস্তরণে ভরে যায় কল। এর ফলে বাথরুমের সৌন্দর্য নষ্ট হতে পারে। কিন্তু কল এবং নল বাদ দিয়ে যতই পরিষ্কার করুন, স্নানঘরে ওজ্জ্বল্য ফিরে আসে না। ঘরোয়া কিছু সহজ কৌশলেই ফিরিয়ে আনতে পারেন কলের চকচকে ভাব—
১. লেবুর রস: লেবুর অম্লতা ধাতুর দাগ তুলতে সাহায্য করে। অর্ধেক লেবু কেটে জং ধরা জায়গায় ঘষে দিন। মিনিট পাঁচেক পর নরম কাপড় বা পুরনো টুথব্রাশ দিয়ে মুছে নিন। আগের মতো ঝলমল করে উঠবে কল।
২. সাদা ভিনিগার: সমান সমান পরিমাণ সাদা ভিনিগার ও জল মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। তুলো ভিজিয়ে কলের উপর ১৫ মিনিট রেখে দিন। তার পর পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। পুরনো দাগ বা জং ধরা অংশে এটি কার্যকর।
কলের উপর সাদা আস্তরণ পরিষ্কার করুন। ছবি: সংগৃহীত।
৩. বেকিং সোডা: বেকিং সোডা আর অল্প জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে দাগের উপর লাগিয়ে রাখুন। কিছু ক্ষণ রেখে পুরনো ব্রাশ দিয়ে ঘষে ফেললেই কল আবার ঝকঝকে হয়ে উঠবে।
৪. ভেজা কাপড়: ভিনিগারে ভেজানো কাপড় কলের চারপাশে পেঁচিয়ে রেখে দিন। এক ঘণ্টা পর সেটি খুলে নিন। এতে জেদি দাগ সহজে নরম হয়ে যায়। পরে শুকনো কাপড় দিয়ে মুছে নিলেই হবে।
যে কোনও উপাদানই অতিরিক্ত জোরে ঘষবেন না। এর ফলে ধাতুর চকচকে ভাব নষ্ট হতে পারে। সব সময় নরম কাপড় বা তুলো ব্যবহার করবেন। তাতেই উপকার মিলবে। এই ঘরোয়া পদ্ধতিগুলি মেনে চললে, বাথরুমের কল ও ফিটিংস বরাবরই ঝলমলে থাকবে। একটু যত্ন নিলেই শৌচাগার হয়ে উঠবে নতুনের মতো।