রুপোর বাসন পরিষ্কারের নতুন কৌশল। ছবি: এআই সহায়তায় প্রণীত।
কখনও কখনও বাসনও হয়ে ওঠে আভিজাত্যের প্রতীক। যেমন রুপোর বাসন। বহু বাড়িতেই টুকিটাকি এমন বাসন থাকে। বছরভর ট্রাঙ্ক, বাঙ্কের মাথার তার ঠাঁই হয়। তবে, পালাপার্বণ বা উৎসব-অনুষ্ঠানে নিয়ম রক্ষার্থে বার হয় সে সব। বহু দিন পর পর বার করার ফলে এবং বাসন ঠিক ভাবে রাখতে না জানলে, তা কালো হয়ে যাবেই। রুপো বাতাসে থাকা সালফারের সংস্পর্শে এসে তৈরি করে সিলভার সালফাইড। রুপোর বাসন বা গয়না অযত্নে ফেলে রাখলে যে কালচে ভাবটি দেখা যায়, সেটা আসলে সিলভার সালফাইডের আস্তরণ।
কালো হয়ে গেলে তা পরিষ্কার করবেন কোন উপায়ে? রাসায়নিক দিয়ে ঘষাঘষি করলে, রুপোর বাসনের জেল্লা কমতে পারে। তা ছাড়া ঘষাঘষির দাগও হয়ে যেতে পারে। বদলে কাজে লাগান অ্যালুমিনিয়াম ফয়েল।
কৌশলটি কী?
একটি মাঝারি আকারের গামলা নিন। অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে ফেলুন সেটি। গামলার অর্ধেক জল দিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে নিন অল্প। সেই জলে ডুবিয়ে দিতে হবে রুপোর বাসন। ঘষাঘষির দরকার নেই, মিনিট কয়েক এই ভাবে রাখলেই বাসন ঝকঝকে হয়ে যাবে। কারণ, রাসায়নিক বিক্রিয়ায় রুপোর বাসনের সালফার পরিষ্কার হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ফয়েল এই কাজে সাহায্য করবে। বাসন তুলে জল দিয়ে ধুয়ে পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিন।
উপায় আছে আরও। পাতিলেবু আধখানা করে কেটে নুনে ডুবিয়ে তা দিয়ে বাসন আলতো করে ঘষে নিন। পাতিলেবুর অ্যাসিড জাতীয় উপাদানের বাসনের কালচে পরত তুলতে সাহায্য করবে।
আধকাপ সাদা ভিনিগারে ২ টেবিল চামচ বেকিং সোডা মেশান। একটি গামলায় গরম জল নিয়ে মিশ্রণটি ঢেলে দিন। তার মধ্যে রুপোর বাসন ডুবিয়ে দিন। ১০ মিনিট রাখলেই তা ঝকঝকে হয়ে উঠবে।
বাসন রাখার কৌশল
রুপোর বাসন কালো হওয়া আটকাতে হলে সেগুলি সঠিক ভাবে রাখা জরুরি। ব্যবহারের পর সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে নিন। খবরের কাগজ বা সুতির পরিষ্কার কাপড় দিয়ে বাসন মুড়ে, তার পরে সেটি ট্রাঙ্কে, বাক্সে বা নির্দিষ্ট জায়গায় তুলে রাখুন। বাসন রাখতে হবে শুকনো জায়গায়। নোনা ধরা দেওয়ালের কাছে সেগুলি না রাখাই ভাল।
New