জেনে নিন কী ভাবে পরিষ্কার রাখবেন টুথব্রাশ, নেল কাটার, রেজার

টুথব্রাশ, চিরুনি, রেজার রোজই ব্যবহার করছেন। করার পর নিজেকে বেশ ফ্রেশ লাগছে। কিন্তু অতি প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো ফ্রেশ রাখছেন তো? ভাবছেন ধুয়েই তো রাখি সব সময়। জানেন কি জল দিয়ে ধুয়ে রাখলেও সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখা যায় না এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস? বরং ভেজা ব্রাশ, ব্লেড থেকে ছড়াতে পারে সংক্রমণ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১১:০৬
Share:

টুথব্রাশ, চিরুনি, রেজার রোজই ব্যবহার করছেন। করার পর নিজেকে বেশ ফ্রেশ লাগছে। কিন্তু অতি প্রয়োজনীয় ব্যবহারের জিনিসগুলো ফ্রেশ রাখছেন তো? ভাবছেন ধুয়েই তো রাখি সব সময়। জানেন কি জল দিয়ে ধুয়ে রাখলেও সম্পূর্ণ জীবাণুমুক্ত রাখা যায় না এই সব নিত্য প্রয়োজনীয় জিনিস? বরং ভেজা ব্রাশ, ব্লেড থেকে ছড়াতে পারে সংক্রমণ। তাই শুধু শুকিয়ে রাখাই নয়, নিয়মিত পরিষ্কার করা ও বদলানোও প্রয়োজন। জেনে নিন কী ভাবে করবেন।

Advertisement

আরও পড়ুন: যে ১০টি কারণে পাউরুটি শরীরের জন্য ভাল নয়

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement