Stain Removal Without Washing

ঠাকুর দেখার ফাঁকে ফুচকা খেতে গিয়ে দামি সিল্কের শাড়িতে তেঁতুল জল! না কেচে দাগ তুলবেন কী ভাবে?

দাম দিয়ে কেনা এবং তার চেয়েও বড় কথা হল সাজবেন বলে সাধ করে কেনা। সে কাপড় নষ্ট হোক কেই বা চান। অথচ পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে তার জন্য ফুচকাও তো বাদ দেওয়া চলে না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১৪:০৪
Share:

ছবি: সংগৃহীত।

নতুন কেনা কাঞ্জিভরম শাড়িটি পরেছিলেন অষ্টমীর রাতে! কিংবা একটু বেশি দাম দিয়ে কেনা বালুচরী, স্বর্ণচরী, জরির নকশা করা গরদ। কপাল এমন মন্দ, ‘দুর্ঘটনা’ও ঘটতে হল সে দিনেই। মণ্ডপ থেকে বেরিয়ে ফুচকা খেতে গিয়ে তেঁতুল জল চলকে পড়ল শাড়িতে। ঠাকুর দেখা মাথায় উঠল আপনার!

Advertisement

দাম দিয়ে কেনা এবং তার চেয়েও বড় কথা হল সাজবেন বলে সাধ করে কেনা। সে কাপড় নষ্ট হোক কেই বা চান। অথচ পুজোর ঠাকুর দেখতে বেরিয়ে তার জন্য ফুচকাও তো বাদ দেওয়া চলে না।

কেন তেঁতুল জল সিল্কের শাড়ির জন্য ক্ষতিকর?

Advertisement

তেঁতুল জলে থাকে অ্যাসিড এবং বেশ কিছু খনিজ। যা রেশম বা সিল্কের শাড়ির ক্ষতি করতে পারে। সিল্ক হল নরম এবং স্পর্শকাতর কাপড়। তা অ্যাসিডের কড়া ভাব সহ্য না-ও করতে পারে। তাই সিল্কের শাড়িতে তেঁতুল জল পড়ল অবিলম্বে তৎপর হওয়া দরকার।

ক্ষতি এড়াতে কী করবেন?

নতুন শাড়ি কেচে ফেললে তার পালিশ নষ্ট। ফলে নষ্ট হবে জেল্লাও। না কেচে দাগ তুলতে চাইলে কয়েকটি পদ্ধতি কাজে লাগিয়ে দেখতে পারেন।

১. সাদা ভিনিগার

সিল্কের মতো নরম কাপড়ের জন্য সাদা ভিনিগার খুব ভালো কাজ করতে পারে, কারণ তেঁতুল জলের দাগে থাকা খনিজ বা উপাদানগুলিকে ভিনিগারের অ্যাসেটিক অ্যাসিড ভেঙে দিতে পারে।

পদ্ধতি: একটি পাত্রে সমান পরিমাণে সাদা ভিনিগার এবং ঠান্ডা জল মিশিয়ে নিন।নএই মিশ্রণে একটি পরিষ্কার, নরম কাপড় বা তুলার বল হালকা করে ভিজিয়ে নিন। ভিজে যাওয়া কাপড়টি দিয়ে দাগের উপরে আলতো করে ঘষুন বা থুপে থুপে লাগান। ঘষাঘষি করলে সিল্কের তন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। দাগ হালকা হয়ে এলে, শুধু ঠান্ডা জলে ভেজানো আর একটি পরিষ্কার কাপড় দিয়ে সেই জায়গাটি আলতো করে মুছে নিন, যাতে ভিনিগারের কোনো অবশিষ্টাংশ না থাকে। শাড়িটি রোদে না দিয়ে ফ্যানের নীচে দিয়ে শুকিয়ে নিন।

২. বেকিং সোডা

বেকিং সোডা দাগ শুষে নিতে সাহায্য করে।

পদ্ধতি: কয়েক চামচ বেকিং সোডা নিয়ে তার মধ্যে সামান্য ঠান্ডা জল মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। একটি নরম দাঁত মাজার ব্রাশ অথবা তুলার বল দিয়ে পেস্টটি দাগের উপরে আলতো করে লাগিয়ে দিন। ১৫ থেকে ৩০ মিনিট মতো দাগের উপরে ওই ভাবেই লাগিয়ে রাখুন। পেস্ট শুকিয়ে গেলে, পরিষ্কার শুকনো কাপড় বা নরম ব্রাশ দিয়ে খুব আলতো করে বেকিং সোডার গুঁড়ো ঝেড়ে ফেলুন। দাগ হালকা হয়ে গেলে ঠান্ডা জলে ভেজানো একটি নরম কাপড় দিয়ে আলতো করে থুপে থুপে মুছে ফেলুন।

মনে রাখবেন

দ্রুত পদক্ষেপ: দাগ লাগার সঙ্গে সঙ্গে কাজ শুরু করলে দাগ তোলার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

ঘষাঘষি নয়: সিল্কের ওপর কখনোই জোরে ঘষবেন না। এতে সিল্কের সুতো ক্ষতিগ্রস্ত হতে পারে এবং দাগ ছড়িয়ে যেতে পারে। সবসময় আলতো করে থুপে থুপে পরিষ্কার করুন।

পরীক্ষা করুন: যেকোনও পদ্ধতিই শাড়িতে ব্যবহার করার আগে শাড়ির কোনো একটি প্রান্তে যেমন কোল আঁচলের ভেতরের দিকে সামান্য লাগিয়ে পরীক্ষা করে নেওয়া ভালো, তাতে কাপড়ের ক্ষতি এড়ানো যাবে।

পেশাদার সাহায্য: যদি ঘরোয়া উপায়ে দাগ না ওঠে এবং শাড়িটি খুব দামি হয়, তবে ঝুঁকি না নিয়ে দ্রুত একজন পেশাদার ড্রাই ক্লিনারের পরামর্শ নিন। সিল্কের দাগ তোলার বিশেষ পদ্ধতি জানা থাকে তাঁদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement