Summer Season

গরমে ত্বকের সমস্যা দূর করতে কাজে লাগান বরফ, জেনে নিন কিছু অভিনব উপায়

তবে শুধু জল জমিয়ে নয়, বরফ জমাতে পারেন নানা উপকরণ দিয়ে। রূপচর্চার এই মজাদার উপায়গুলো জেনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ১১:৩৯
Share:

বরফে রূপচর্চার বাজিমাত। ছবি: সংগৃহীত

গরমে অতিরিক্ত তৈলাক্ত ত্বক বা অ্যাকনের সমস্যা বেড়ে যায়। ত্বকের নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পেতে আমরা অনেক সময়ই একটা পাতলা সুতির কাপড়ে মুড়ে বরফ লাগাই মুখে। তৈলাক্ত ত্বকের জন্য এটি চমৎকার কাজ দেয়। তবে শুধু জল জমিয়ে নয়, বরফ জমাতে পারেন নানা উপকরণ দিয়ে। রূপচর্চার এই মজাদার উপায়গুলো জেনে নিন।

Advertisement

গ্রিন টি বরফ

ফুতন্ত জলে দু’টো গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রে’তে ঢেলে জমিয়ে নিন। প্রত্যেক দিন শোওয়ার আগে এটি মুখে লাগাতে পারেন। শোনা যায়, বয়সের ছাপ যাতে ত্বকের বোঝা না যায়, তার জন্য গ্রিন-টি খুব উপকারী।

Advertisement

অ্যালো-তুলসির বরফ

অ্যালো ভেরা তৈলাক্ত ত্বকের জন্য আদর্শ ময়েশ্চারাইজার। আবার তুলসিপাতার গুণের কথা আলাদা করে বলে দিতে হয় না। ২-৩ পাতা বেটে অ্যালো ভেরার রসের সঙ্গে মিশিয়ে বরফ বানিয়ে রাখুন। সপ্তাহে ৩-৪ দিন লাগাতে পারেন।

কফির বরফ

কফি বানিয়ে ঠান্ডা করে বরফ জমিয়ে রাখুন। ত্বকে জমে থাকা নোংরা টেনে বার করার ক্ষমতা রয়েছে কফিতে। ত্বক টানটানও হবে।

শসা-লেবুর বরফ

কয়েক টুকরো শসা গ্রাইন্ডারে পিউরি বানিয়ে নিন। তাতে লেবুর রস মিশিয় বরফ জমিয়ে রাখুন। রোদ থেকে ফিরে এই বরফ লাগালে ত্বক ঠান্ডা হবে। রোদে পোড়া ভাব দূর করতেও সাহায্য করবে।

লবঙ্গ-দারুচিনির বরফ

লবঙ্গ আর দারুচিনি গুঁড়ো করে জলে মিশিয়ে বরফ তৈরি করে নিন। মুখ কোনও রকম অ্যালার্জি, র‌্যাশ বা ব্রোনো হলে এগুলি লাগাতে পারেন। উপকার পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন