Skin Care Tips

চোখের নীচে পুরু কালি পড়ছে? ত্বকেও দাগছোপ, প্রসাধনী নয় মুসকিল আসান করবে গুড়

চোখের কালি দূর করতে নামি দামি প্রসাধনীর প্রয়োজন নেই। বরং গুড় দিয়েই সমস্যার সমাধান হতে পারে। কী ভাবে গুড় মাখবেন জেনে নিন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ১৯:২২
Share:

গুড় কী ভাবে মাখলে ত্বকের দাগছোপ উঠবে? ছবি: ফ্রিপিক।

কর্মব্যস্ত জীবনে নিজের প্রতি যত্ন নেওয়া বেশির ভাগ মানুষের পক্ষেই সম্ভব হয় না। কাজের চাপে ক্লান্তি বাড়ছে। শরীরের চাহিদা মতো ঘুমও হচ্ছে না। অনিদ্রা বা কাজের চাপ— কারণ যাই হোক না কেন তার ছাপ সুস্পষ্ট হয়ে ওঠে চোখে। দু’চোখের নীচে বাড়তে থাকা কালো ছাপ সেটাই জানান দেয়। তাছাড়া ঘুমের ঘাটতি, হরমোনের তারতম্য, মানসিক বা শারীরিক সমস্যা, বয়সজনিত সমস্যাও হতে পারে চোখের নীচে কালি পড়ার কারণ।

Advertisement

চোখের কালি দূর করতে নামি দামি প্রসাধনীর প্রয়োজন নেই। বরং গুড় দিয়েই সমস্যার সমাধান হতে পারে। কী ভাবে গুড় মাখবেন জেনে নিন।

গুড়ের সঙ্গে বেসন

Advertisement

এক চামচ গুড়ের সঙ্গে এক চা চামচ বেসন ও তাতে এক চামচ লেবুর রস মিশিয়ে ভাল করে মুখে মেখে নিন। এই মিশ্রণ খুব ভাল স্ক্রাবের কাজ করবে। মুখে মাখার পর ১৫ মিনিট অপেক্ষা করে ঈষদোষ্ণ জলে ধুয়ে নিতে হবে। এই স্ক্রাব ত্বকের জেল্লা ফেরাবে, চোখের কালিও দূর করবে।

গুড়ের সঙ্গে অ্যালো ভেরা

গুড় ভাল করে গুঁড়িয়ে নিন। এক চামচের মতো গুড়ের সঙ্গে এক চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখতে হবে। ১৫ মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দুই থেকে তিন দিন ব্যবহার করলে ত্বকের দাগছোপ উঠে যাবে।

গুড়ের সঙ্গে হলুদ

এক চামচ গুড়ের সঙ্গে এক চামচ মধু, এক চামচ হলুদ গুঁড়ো ও আধ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখতে হবে। এই ফেস-প্যাক মেখে ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু’দিন ব্যবহার করলেও উপকার হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement