সাধ্যের মধ্যে HTC র নতুন স্মার্টফোন ডিজায়ার ৬২৬

বাজেটাকে আর একটু উপরে ওঠান না? তাহলে হাতের নাগালে পেয়ে যেতে পারেন, এইচটিসির নতুন বাজারে আসা ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:১৪
Share:

বাজেটাকে আর একটু উপরে ওঠান না? তাহলে হাতের নাগালে পেয়ে যেতে পারেন, এইচটিসির নতুন বাজারে আসা ডিজায়ার ৬২৬ ডুয়েল সিম। দাম আপনার রেঞ্জের মধ্যেই। মাত্র ১৪,৯৯০ টাকা। দুই রকমের রঙে পেতে পারেন এই স্মার্টফোন। ব্লু লেগুন ও হোয়াইট বির্ক কলর।

Advertisement

আরও খবর- একই নম্বর ব্যবহার করে দু’টো ফোন থেকে হোয়াটসঅ্যাপ করবেন কী ভাবে? জেনে নিন

আর কী ফিচার রয়েছে এই স্মার্টফোনে? এক নজরে দেখে নিন-

Advertisement

ডিসপ্লে- ৫ ইঞ্জি প্রসেসর- ১.৭ গিগাহার্ত্জ সামনের ক্যামেরা- ৫ মেগাপিক্সেল রেজোলিউশন- ৭২০ x ১২৮০ পিক্সেল র্য়াম- ২ জিবি স্টোরেজ - ১৬ জিবি রেয়ার ক্যামেরা- ১৩ মেগাপিক্সেল ব্যাটারি ক্যাপাসিটি- ২০০০ এমএএইচ অপারেটিং সিস্টেম- অ্যান্ড্রয়েড

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement