দেখভাল না হলেই বিপদের আশঙ্কা গিজারে

নিয়ম মেনে গিজ়ারের রক্ষণাবেক্ষণও বা করেন ক’জন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কৃষ্ণনগর শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০৫:৩০
Share:

প্রতীকী ছবি।

যত দিন যাচ্ছে বাড়ি-বাড়ি গিজ়ারের ব্যবহার বাড়ছে। বিভিন্ন সংস্থার মধ্যে সস্তায় গিজ়ার বিক্রির প্রতিযোগিতা শুরু হয়েছে। কিন্তু প্রশ্ন হল, গিজ়ার কেনার পর কত জন সঠিক ভাবে তার চালাতে শিখে তবে ব্যবহার শুরু করেন? নিয়ম মেনে গিজ়ারের রক্ষণাবেক্ষণও বা করেন ক’জন?

Advertisement

বিদ্যুৎ মিস্ত্রি থেকে শুরু করে গিজ়ার সংস্থার কর্তা—প্রত্যেকেরই মত, নিয়ম না-মানলে যে কোনও বৈদ্যুতিন যন্ত্র বা সামগ্রী থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এক বার গিজ়ার চালিয়ে অনেকে বন্ধ করতে ভুলে যান, অনেকে আবার গিজ়ার কিনে ‘সার্ভিসিং’ করান না বছরের পর বছর।

কৃষ্ণনগর শহরের প্রায় বারো বছর ধরে গিজ়ার সারাচ্ছেন বাপি শেখ। তাঁর কথায়, “গিজ়ার কিনে লোকে মাসের মর মাস ব্যবহার না-করে ফেলে রাখে। তাতে ভিতরে আয়রনের আস্তরণ পড়তে থাকে। যে অঞ্চলে জলে এমনিতেই আয়রনের পরিমাণ বেশি সেখানে অবস্থা আরও শোচনীয়। আয়রন গিজ়ারের সেন্সরকে খারাপ করে দিতে পারে। তাতে অটো-কাট নষ্ট হয়ে যায়। সবচেয়ে বেশি ক্ষতি করে তার সেফটি ভাল্ভকে। তাতে দুর্ঘটনা ঘটতেই পারে।” কারণ, জলীয় বাষ্প বেরোতে না-পেরে প্রবল চাপে গিজ়ার ফেটে যেতে পারে। বাপি শেখ বলছেন, “এ ক্ষেত্রে আগুন ধরে যাওয়া অস্বাভাবিক নয়।”

Advertisement

আরও পড়ুন: গিজ়ার ফেটে মৃত্যু স্নানঘরে

গিজ়ারে বিপদ এড়ান
• নির্দিষ্ট সময় পর পর ‘সার্ভিসিং’ জরুরি। দেখে নিতে হবে সেন্সর ঠিক আছে কিনা।
• সেফটি ভাল‌্ভ বছরে অন্তত এক বার অভিজ্ঞ মিস্ত্রি ডেকে পরীক্ষা করাতে হবে।
• শীতের শুরুতে গিজ়ার ব্যবহার শুরুর আগে মিস্ত্রি ডেকে এক বার দেখিয়ে নিন।
• সারা বছর অন্তত কিছুটা গিজ়ার ব্যবহার করুন। যাতে ভিতরে আয়রন জমতে না-পারে।
• দেখে নিন বাড়ির ‘আর্থিং’ ঠিক আছে কিনা।
• যে অঞ্চলে জলে আয়রন বেশি সেখানে গিজার সংস্থার সঙ্গে কথা বলে গিজারের সঙ্গে আয়রন শোষণের যন্ত্র বসান
• স্বীকৃত সংস্থার জিনিস কিনুন

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন