এই ৫টি জিনিস অবশ্যই সঙ্গে রাখুন ছেলেরা

একটা চিরুনি ব্যস! বাকি সব মেয়েদের জন্য! এই ধারণা এ বার বদলান। যে কোনও সময়ে, যে কোনও অবস্থায় নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি। কাছে রাখুন এই পাঁচটি জিনিস। যা অত্যন্ত জরুরি ছেলেদের জন্য।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৭ ১৬:২০
Share:
০১ ০৬

একটা চিরুনি ব্যস! বাকি সব মেয়েদের জন্য! এই ধারণা এ বার বদলান। যে কোনও সময়ে, যে কোনও অবস্থায় নিজেকে প্রেজেন্টেবল করে তোলার জন্য প্রস্তুত থাকাটা খুবই জরুরি। কাছে রাখুন এই পাঁচটি জিনিস। যা অত্যন্ত জরুরি ছেলেদের জন্য।

০২ ০৬

পারফিউম: নিজের মুড ভাল রাখতে সাহায্য করবে। ঘামের দুর্গন্ধ ও চ্যাটচ্যাটে ভাব  দূর করে তরতাজা করে তুলবে আপনাকে।

Advertisement
০৩ ০৬

গ্রুমিং কিট:  একটা চিরুনি, ছোট আয়না আর ট্রিমার— গ্রুমিং কিট-এ এই তিনটে জিনিস অবশ্যই রাখুন।

০৪ ০৬

হেডফোন/বই: যাঁরা গান শুনতে ভালবাসেন, যাত্রাপথে গান শোনার জন্য রাখুন একটা হেডফোন। আর যদি পড়তে ভালবাসেন তাহলে রাখুন বই।

০৫ ০৬

জিমের জন্য স্যানিটাইজার স্প্রে:  জিমে একই মেশিন একাধিক লোক ব্যবহার করেন। তা থেকে সংক্রমণ হওয়ার সম্ভানা থাকে। তাই ওয়ার্কআউট শুরু করার আগে জিম স্যানিটাইজার স্প্রে করুন মেশিনে।

০৬ ০৬

স্প্রে মিন্ট: কিছু কিছু খাবারে মুখে দুর্গন্ধ হয়ে থাকে। ভাবুন তো, পেঁয়াজ খাওয়ার পর যদি আপনার মিটিং থাকে তা হলে? এত ভেবেচিন্তে কি আর খাওয়া যায়? তাই ব্যাগে আপনার সবসময়ের সঙ্গী করে ফেলুন মিন্ট স্প্রে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement