Life style news

পার্টি অল নাইট

হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ড্রেসের সঙ্গে কী রকম হেয়ার স্টাইল করবেন বা জুতো পরবেন এবং অ্যাকসেসরিজ কী পরতে পারেন রইল তার কিছু ঝলক। লোকেশন সৌজন্য: দ্য পার্ক, কলকাতা।

Advertisement
রেশমী প্রামাণিক
শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০১৭ ১২:২৫
Share:
০১ ০৭

এসে গেছে সেই পার্টির মরসুম। সেজে উঠেছে বিশ্ব। শীতের আমেজ গায়ে মেখে আনন্দে শামিল হয়েছেন শহরবাসী। পার্টির জন্যে প্রস্তুত শহরের নামী-দামি রেস্তোরাঁ থেকে পাব। হাল ফ্যাশনের পোশাকের সম্ভারে সেজে উঠেছে শপিং মল আর ফুটপাথ। শীতের আলসেমি কাটিয়ে দোকানে দোকানে ঢুঁ মেরে আসুন। জামা জুতো অ্যাকসেসরিজ সব গুছিয়ে কিনুন। আর বন্ধুদের সঙ্গে বেরোনোর প্ল্যান ফাইনাল করে নিন। খেয়াল করে দেখবেন, ঘরের মধ্যে শীত আমাদের যতই কাবু করে ফেলুক না কেন সেজেগুজে বেরিয়ে পড়লে শীত কিন্তু জব্দ। তবে প্রচুর শীতবস্ত্র একসঙ্গে চাপিয়ে বেরিয়ে পড়লে আবার ফ্যাশনও ঠিক মনের মত হয় না। তাই নতুন কেনা পোশাকে তৈরি হয়ে নিন। হাতে কিন্তু খুব বেশি সময় নেই। ড্রেসের সঙ্গে কী রকম হেয়ার স্টাইল করবেন বা জুতো পরবেন এবং অ্যাকসেসরিজ কী পরতে পারেন রইল তার কিছু ঝলক। মডেল- দময়ন্তী, হিয়া, রিয়া, দেব, আয়ুশ। মেক আপ- অভিজিৎ পাল। হেয়ার- দেবযানী। স্টাইলিং- তন্ময়। ছবি- অনির্বাণ সাহা

০২ ০৭

খ্রিস্টমাস পার্টি। তাই মেরুন শেডের সাহসী পোশাক চলতেই পারে। পুরোটাই নির্ভর করছে আপনার ব্যক্তিত্বের উপর। পায়ে অবশ্যই থাকুক স্টিলেটো।

Advertisement
০৩ ০৭

ব্ল্যাক হোক কিংবা হোয়াইট। পার্টির জন্যে এক্কেবারে পারফেক্ট। উপরে ব্লেজার চড়িয়ে নিলেই ছেলেরা রেডি পার্টির জন্যে।

০৪ ০৭

খ্রিস্টমাস মানেই লাল রঙ থাকবেই। কারণ সান্তার জামার রঙ যে লাল। আর লাল মানেই উষ্ণতা। একান্তে কোয়ালিটি টাইম কাটাতে এরকম পোশাক পরতেই পারেন।

০৫ ০৭

মেয়েরা যদি সংখ্যায় তিনজন থাকেন তাহলে এভাবেই জটলা করে আড্ডার প্ল্যান করুন। মেরুন আর রেড হোক ড্রেস কোড।

০৬ ০৭

হোক শীত। পুলের ধারে তো পার্টি করাই যায়। তাই ড্রেস হোক সেই মত। আর মাথায় থাকুক সান্তার টুপি। নিজেদের মধ্যে খুনসুটি তো চলবেই।

০৭ ০৭

পুলের জলটা কিন্তু বেশ গরম। আর বাইরে বেশ ঠাণ্ডা। চল একটা সেলফি হয়ে যাক। মডেল- দময়ন্তী, হিয়া, রিয়া, দেব, আয়ুশ। মেক আপ- অভিজিৎ পাল। হেয়ার- দেবযানী। স্টাইলিং- তন্ময়। ছবি- অনির্বাণ সাহা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement