Smartphone Camera Features

ক্যামেরা দেখে স্মার্টফোন কেনেন? কী কী যাচাই করে নিলে পেশাদারদের মতো ছবি আসবে?

ভাল ক্যামেরা দেখে স্মার্টফোন কিনতে হয়, তা হলে ক্যামেরার কী কী বৈশিষ্ট্য যাচাই করে নিতে হবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:১৬
Share:

ফোন ক্যামেরার কী কী বৈশিষ্ট্য যাচাই করে নেবেন? ছবি: ফ্রিপিক।

এখনকার স্মার্টফোন মানেই ঝাঁ চকচকে ডিজিটাল ক্যামেরা। একেবারেই এইচডি কোয়ালিটির ছবি উঠবে তাতে। বিয়ের অ্যালবাম, পুজোর ঠাকুর দেখা থেকে দেশে-বিদেশে ফ্যাশন ফটোগ্রাফি— সবেতেই এখন স্মার্টফোন অপ্রতিরোধ্য। খবরের কাগজের ছোট ছবিতেও সে ঢুকে পড়ছে। কাজেই যদি ভাল ক্যামেরা দেখে স্মার্টফোন কিনতে হয়, তা হলে ক্যামেরার কী কী বৈশিষ্ট্য যাচাই করে নিতে হবে, তা জেনে রাখা ভাল।

Advertisement

এমনিতেও ফোনের ব্যাটারির, ক্যামেরার সেন্সর, পিক্সেল সাইজ, ইমেজ় স্টেবিলাইজেশন তো দেখবেনই, পাশাপাশি দেখে নেবেন লেন্স কেমন। জুম-লেন্সে ফোকাল লেংথের একটা রেঞ্জ থাকে। ওয়াইড-অ্যাঙ্গেল-জুম হলে যেমন হয়তো ১৬-৩৫ মিমি বা ১০-২২ মিমি, আবার টেলি-জুম হলে সেটাই হয়তো ৭০-৩০০ মিমি বা তার বেশি।

ক্যামেরার শুটিং মোড কেমন, কম আলোতেও কেমন ছবি উঠবে তা-ও দেখে নিতে হবে। পাশাপাশি, ফোনের অপারেটিং সিস্টেম, স্টোরেজ, প্রসেসার কেমন তা-ও দেখতে হবে।

Advertisement

ক্যামেরার এইচডিআর ফিচার দেখতে হবে। ছবি কেমন আসছে, তার রং ও গুণমানও দেখতে হবে।

ফোন ক্যামেরার এফপিএস (ফ্রেমস পার সেকেন্ড) ও রেজ়োলিউশনও দেখে নেওয়া জরুরি। এখনকার স্মার্টফোনগুলিতে ৪কে রেজ়োলিউশন থাকে। আর এফপিএস থাকে ৬০। হাই-ডেফিনিশন ভিডিয়ো যদি তুলতে হয়, তা হলেও ক্যামেরার লেন্স দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement