Make up tips

Makeup Tips: মেঘলা দিনে লিপস্টিকের রং কি বেশি গাঢ় হবে? বর্ষাকালে সাজার সময়ে আর কোন দিকে নজর দেবেন

এ সময়ে অল্পেই গলে যেতে পারে মেকআপ। রূপটানের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২১ ১৮:৫০
Share:

প্রতীকী ছবি।

বর্ষাকালে চারদিক স্যাঁতসেঁতে থাকে। সঙ্গে আকাশেরও মুখ ভার। সাজে খানিক বৈচিত্র্য না আনতে পারলে মনও যেন ভাল লাগে না এই সময়ে। কিন্তু কী ভাবে করবেন সাজের স্বাদবদল? কী ভাবে বর্ষাকালে নিজেকে রঙিন করে তুলবেন? এর সহজ উত্তর হতে পারে, বেশি পরিমাণ রং ব্যবহার করা। কিন্তু তাতে কিছু সমস্যা রয়েছে। এ সময়ে অল্পেই গলে যেতে পারে মেকআপ। অথবা পথে হঠাৎ বৃষ্টি নামলে সব রং নিয়ে মাখামাখি হয়ে যাবে। ফলে এমন সময়ে রূপটানের বিষয়ে বিশেষ ভাবে সতর্ক থাকতে হবে।

Advertisement

বর্ষাকালে সাজের সময়ে কয়েকটি বিষয় বিশেষ ভাবে খেয়াল রাখুন।

১) চোখের সাজে বিশেষ নজর দিন। চোখের মেকআপ কিছুটা নাটকীয় হলে চেহারায় ঔজ্জ্বল্য আসে। মোটা করে কাজল, আইলাইনার ব্যবহার করা যেতে পারে বর্ষার দিনে।

Advertisement

প্রতীকী ছবি।

২) আইশ্যাডো ব্যবহার করলেও এই মরসুমে ভাল দেখায়। তবে তা করতে হবে বুঝেশুনে। কোনও পাইডার জাতীয় রং না ব্যবহার করাই ভাল। এ সময়ে আবহাওয়া যেমন থাকে, তাতে সেই আইশ্যাডো গলে যেতে পারে। ফলে ক্রিম বেস আছে যে সব আইশ্যাডোয়, তেমন কিছু ব্যবহার করা দরকার।

৩) রং বেশি থাকলেই যে উজ্জ্বল দেখাবে চেহারা, তেমন কিন্তু নয়। কারণ স্যাঁতসেঁতে বর্ষায় মেকআপের কয়েকটি আস্তরণ নষ্ট হয়ে যেতে পারে। বরং হাল্কা মেকআপ করলে এ সময়ে বেশিক্ষণ ঠিক থাকবে সাজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন