Argentina

Old Age Father: বাবা হলেন ৮৩ বছরের বৃদ্ধ, মা বয়সে প্রায় ৫০ বছরের ছোট স্ত্রী

আর্জেন্টিনার আলবার্তো করমিলট নামক এক ব্যক্তি ৮৩ বছর বয়সে বাবা হলেন পুত্রসন্তানের। মা বছর ৩৫-এর এস্তেফানিয়া পাসকুইনি।

Advertisement

সংবাদ সংস্থা

বুয়েনস আইরেস শেষ আপডেট: ২৪ জুন ২০২২ ১৮:৩৬
Share:

দাদু নয়, ‘ড্যাড’! ছবি: সংগৃহীত

বয়স যে সত্যিই কোনও প্রতিবন্ধকতা নয়, তা আরও এক বার প্রমাণ করলেন আর্জেন্টিনার এক প্রবীণ। আলবার্তো করমিলট নামক ওই ব্যক্তি ৮৩ বছর বয়সে বাবা হলেন এক পুত্রসন্তানের। মা বছর ৩৫-এর এস্তেফানিয়া পাসকুইনি। সন্তানের নাম রেখেছেন এমিলিও।

Advertisement

৮৩ পেরিয়েও নিজের বয়স নিয়ে বেশি ভাবতে নারাজ আলবার্তো। তাঁর সাফ কথা কেউই চির দিন বেঁচে থাকে না। কিন্তু যত দিন তিনি বাঁচবেন তত দিন স্ত্রী-পুত্রকে সঙ্গ দিতে চান, বাঁচতে চান হই-হুল্লোড় করে। আগের স্ত্রীর সঙ্গে আলবার্তোর দুই পুত্রসন্তান রয়েছে। রয়েছে তিন নাতনিও। ২০১৭ সালে প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন তিনি।

২০১৯ সালে তিনি সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন। ছবি: সংগৃহীত

পেশাগত ভাবে আলবার্তো অত্যন্ত খ্যাতনামা এক জন পুষ্টিবিদ। বিশ্বজুড়ে বহু বিজ্ঞান পত্রিকায় প্রকাশিত হয়েছে তাঁর শতাধিক গবেষণাপত্র। আর্জেন্টাইন ইনস্টিটিউট অব ফুড অ্যান্ড নিউট্রিশন-এর প্রতিষ্ঠাতা তিনি। ৫০টিরও বেশি বই লিখেছেন আলবার্তো। আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে সামলেছেন মন্ত্রিত্বও। সে দেশের টেলিভিশনেও বেশ জনপ্রিয় মুখ তিনি। ২০১৯ সালে তিনি সহকর্মী এস্তেফানিয়া পাসকুইনিকে বিয়ের কথা ঘোষণা করেন।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন