Deepest Dive

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে জলের গভীরে লম্বা ঝাঁপ, অচৈতন্য অবস্থায় উদ্ধার ডাইভার

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে উঁচু থেকে লম্বা ঝাঁপ দিতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন এক ব্যক্তি। তার পর কী হল?

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০৯:৩১
Share:

স্পেনের বার্সেলোনার বাসিন্দা মিগুয়েল লোজ়ানো এক জন পেশাদার ডাইভার। ছবি- ইনস্টাগ্রাম

বিশ্বরেকর্ড গড়ার লক্ষ্যে উঁচু থেকে লম্বা ঝাঁপ দিতে গিয়ে অচৈতন্য হয়ে পড়েন বছর ৪৩-এর এক ব্যক্তি। স্পেনের বার্সেলোনার বাসিন্দা মিগুয়েল লোজ়ানো এক জন পেশাদার ডাইভার। এর আগেও দু’বার তিনি এমন ঝুঁকিপূর্ণ কাজ করেছেন। কিন্তু এই বার তাঁর লক্ষ্য ছিল, গত দু’বারের রেকর্ড ভেঙে ডাইভার হিসেবে ইতিহাস সৃষ্টি করা।

Advertisement

গত দু’বারের রেকর্ড ভেঙে দেওয়ার ইচ্ছে ছিল এই বছর। ছবি- ইনস্টাগ্রাম

লোজ়ানো বলেন, “যখন আমার জ্ঞান ফিরল, আমি দেখলাম আমার মুখে অক্সিজেন মাস্ক দেওয়া রয়েছে। রেকর্ড গড়তে না পারায়, প্রথমে আমার নিজের উপর রাগ হচ্ছিল। তার পর ভাবলাম, যাক প্রাণে তো বেঁচে রয়েছি, এই অনেক!”

জলের তলা থেকে উদ্ধারের পর। ছবি- ইনস্টাগ্রাম

এই ধরনের ঝুঁকিপূর্ণ খেলায় দলগুলির সঙ্গে সব সময় উদ্ধারকারীরা থাকেন। তাঁদের তৎপরতাতেই লোজ়ানোকে জল থেকে তড়িঘড়ি টেনে তুলে আনা হয়। তাঁদের সঙ্গে থাকা অক্সিজেন দিয়ে তাঁর শ্বাস-প্রশ্বাস অব্যাহত রাখা হয়। সম্ভবত জলের গভীরে অক্সিজেনের চাপ কম থাকায় তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের তৎপরতাতেই এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন লোজ়ানো।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন