music

Music Therapy: গান ফিরিয়ে আনতে পারে মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে হারিয়ে যাওয়া স্মৃতি, বলছে গবেষণা

আলাদা করে বিশেষ কোনও গানের প্রভাব কেমন, সে সম্পর্কে আলোকপাত করেননি গবেষকেরা। বরং সব ধরনের গানেই অল্পবিস্তর লাভ হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২১ ১৪:০২
Share:

স্মৃতি ফেরাতে কাজ লাগতে পারে গান। ছবি: সংগৃহীত

হৃদরোগ বা মস্তিষ্কে রক্তক্ষরণের পরে অনেকেরই স্মৃতি চলে যায়। পুরোপুরি না গেলেও আংশিক ভাবে নষ্ট হয়ে যেতে পারে স্মৃতিশক্তি। বিশেষ করে ভাষা এবং কথা বলার ক্ষমতা আংশিক ভাবে হারিয়ে ফেলেন অনেকে। তাঁদের সেই সমস্যার সমাধান হতে পারে গান শোনা। সম্প্রতি এমনই দাবি করা হয়েছে গবেষণায়।

Advertisement

ফিনল্যান্ডের হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয়ের স্নায়ুবিদ্যা বিভাগের তরফে হালে একটি গবেষণা চালানো হয় হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে। গবেষকেরা দেখেন, যাঁরা হৃদরোগ এবং মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে ভাষা সংক্রান্ত স্মৃতির অনেকটা হারিয়ে ফেলেছেন, তাঁদের সেই স্মৃতি ক্রমশ ফিরে আসছে গান শোনার ফলে।

ঠিক কোন ধরনের গানে এই উপকার হচ্ছে? আলাদা করে বিশেষ কোনও গানের প্রভাব কেমন, সে সম্পর্কে আলোকপাত করেননি গবেষকেরা। বরং সব ধরনের গানেই অল্পবিস্তর লাভ হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। কণ্ঠসঙ্গীত বা বাদ্যযন্ত্র— সব ধরনের সঙ্গীতই ভাষাগত স্মৃতি ফিরিয়ে আনতে পারে বলে জানিয়েছেন তিনি।

Advertisement

ভাষাগত স্মৃতি ফেরাতে কাজে লাগতে পারে গন।

কত দিন ধরে শুনতে হবে গান? অল্প মাত্রায় শুনলেও লাভ হতে পারে। কিন্তু টানা ৩ মাস শুনলে ভাল ফল পাওয়া যেতে পারে বলে জানিয়েছেন তাঁরা। গবেষকদলের প্রধান আলেক্সি সিভোনেন জানিয়েছেন, ‘‘এই প্রথম বার সঙ্গীতের সঙ্গে মস্তিষ্কের ভাষাগত বিভাগের সংযোগটা ভাল করে বোঝা গেল। স্নায়ুর উপর সঙ্গীত কী ভাবে প্রভাব ফেলে, সেটাও টের পাওয়া গেল এই গবেষণায়।’’ আগামী দিনে স্মৃতি শক্তি ফেরানোর চিকিৎসায় সঙ্গীতকে আরও বেশি করে কাজে লাগানো হতে পারে বলে আশা চিকিৎসকদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement