Lifestyle News

বোরখা থেকে স্তন্যদান, নতুন ৫৩টা ইমোজি আনছে ইউনিকোড

মনের কথা অল্প কথায় প্রকাশ করতে হাতের কাছে চটজলদি সমাধান ইমোজি। হাসি হোক বা কান্না, পেটুক পেটুক ভাব হোক বা রেগে যাওয়া চেহারা সবটাই নিমেষে বুঝিয়ে দেয় ইমোজির ম্যাজিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ১৮:৩২
Share:

মনের কথা অল্প কথায় প্রকাশ করতে হাতের কাছে চটজলদি সমাধান ইমোজি। হাসি হোক বা কান্না, পেটুক পেটুক ভাব হোক বা রেগে যাওয়া চেহারা সবটাই নিমেষে বুঝিয়ে দেয় ইমোজির ম্যাজিক। তবু হোয়াটসঅ্যাপের একগুচ্ছ ইমোজিতেও যেন কম পরে আমাদের অনুভূতি। মনে হয় আরও কয়েকটা থাকলে যেন জমে যেত। এ বার হয়তো কিছুটা হলেও পূরণ হতে চলেছে গ্রাহকদের সেই ইচ্ছা। নতুন আরও ৫১ টি ইমোজি আনতে চলেছে ইউনিকোড কনসর্টিয়াম।

Advertisement

নতুন এই ইমোজিগুলির মধ্যে থাকবে মেয়েদের বোরখা পরা ইমোজি, শিশুকে স্তন্যপান করানোর ইমোজি, যোগাসন করার ইমোজিও।

সংবাদ সংস্থা সূত্রে খবর, জার্মানির রাউফ আলহুমেদি নামে ১৫ বছরের এক কিশোরী বোরখা পরা ইমোজির জন্য প্রমোশন শুরু করে। তার দাবি ছিল তাঁর ফোনে এমন কোনও ইমোজি নেই যার সাহায্যে সে নিজেকে প্রতিফলিত করতে পারে। তাই একটি হিজাব পরা মেয়ের ইমোজির জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার শুরু করেছিল রাউফ। শেষ পর্যন্ত তাঁর প্রচারকে মান্যতা দিয়ে আরও ৫৩টি নতুন ইমোজি বাজার আনার চিন্তা ভাবনা শুরু করল ইউনিকোড। হিজাব ইমোজি আসার খবরে উচ্ছ্বসিত রাউত নিজেই টুইটারে প্রকাশ করেছেন এই খবর।

Advertisement

এই ইমোজির মধ্যে থাকবে গোঁফওয়ালা মানুষের ইমোজি, বয়স্ক মানুষের ইমোজি, ঠাকুমা-ঠাকুরদাদার ইমোজি, গলায় স্কার্ফ জড়ানো ইমোজি। থাকবে বমি করার ইমোজিও। পাশাপাশি স্তন্যপান করানো, বোরখা পরা, যোগাসন করার ইমোজিও থাকবে। এই ইমোজিগুলো ২০১৭ সালে বাজারে আসবে বলে জানিয়েছে ইউনিকোড। শুধু তাই নয়, ইউনিকোড ১০-এর ইমোজিতে থাকবে আলাদা আালাদা ত্বকের রং, চুলের রং, নানান ধর্মের মানুষ, এবং নানান সাংস্কৃতিক পরিমণ্ডলের মানুষও। এর পাশাপাশি জম্বি, ভ্যাম্পায়ার এবং টি-রেক্স-এর ইমোজি আনার কথাও ভাবছে ইউনিকোড।

সম্প্রতি গুগল মহিলাদের অফিসের নানান ইমোজি এনেছে বাজারে। অ্যাপেলের বেশিরভাগ ইমোজিতেই রয়েছে নারী-পুরুষ দু’ধরণের অপশনই। নতুন যোগ হয়েছে অন্তঃস্বত্তা নারী, ক্লাউন এবং ফেসপামের (দু’হাতে ঢাকা মুখ) ইমোজি।

আরও পড়ুন: জিও-র ফের ধামাকা! এ বার হাজার টাকার ফোর জি ফোন, কল আনলিমিটেড

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন