Lifestyle News

অবসাদে ভুগছেন? এ বার বলে দেবে গুগ্‌লই

মানসিক অবসাদ এই মুহূর্তে বিশ্বের কাছে একটি বড় সমস্যা। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে জাঁকিয়ে বসছে মনের রোগ। এর কবলে পড়ে আকছার ঘটছে আত্মহত্যার ঘটনাও। এ বার এই সমস্যা সমাধানেই এগিয়ে এল গুগ্‌ল। দেখে নিন কী ভাবে।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ১৬:৫২
Share:
০১ ০৮

সম্প্রতি মনের রোগ ধরার একটি টেস্টিং সিস্টেম নিয়ে এসেছে গুগ্‌ল।

০২ ০৮

যদি নিজের মানসিক স্বাস্থ্য সম্বন্ধে জানতে ইচ্ছুক হন তা হলে গুগল-এর সার্চ বারে গিয়ে টাইপ করুন ডিপ্রেশন। তবে এই সুবিধা শুধুমাত্র আমেরিকার নাগরিকদের জন্যই।

Advertisement
০৩ ০৮

টাইপ করার সঙ্গে সঙ্গেই একটি বক্স দেখা যাবে স্ক্রিনের উপরে।

০৪ ০৮

সেখান থেকেই পাওয়া যাবে একটি নলেজ প্যানেল।

০৫ ০৮

সেখানেই পিএইচকিউ-৯ (PHQ-9) নামে বেশ কিছু প্রশ্ন দেওয়া হবে আপনাকে। সেখানেই উত্তর দিতে হবে আপনাকে।

০৬ ০৮

গোটা প্রক্রিয়াটিই থাকবে গোপনে। আপনার দেওয়া উত্তর অন্য কেউ দেখতে পাবে না।

০৭ ০৮

আপনার দেওয়া জবাবের উপর ভিত্তি করেই গুগ্‌ল বলে দেবে কেমন আছে আপনার মানসিক স্বাস্থ্য।

০৮ ০৮

এই প্রোজেক্টে গুগ্‌লের সঙ্গে যৌথ ভাবে রয়েছে ন্যাশনাল এলিয়েন্স অন মেন্টাল ইলনেস।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement