Lifestyle News

অ্যাপ ডাউনলোড না করেও এ বার বুক করতে পারেন উবার

রাস্তায় দাঁড়িয়ে অনেক ক্ষণ ধরে ট্যাক্সি খুঁজছেন। একজন ট্যাক্সিওয়ালাও দাঁড়াচ্ছেন না। এ দিকে মোবাইলে নেটওয়ার্কের যা অবস্থা সাড়া মিলছে ওলা, উবার অ্যাপ থেকেও। তবে এই সমস্যায় আপনাকে আর পড়তে হবে না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ১৩:৪৯
Share:

রাস্তায় দাঁড়িয়ে অনেক ক্ষণ ধরে ট্যাক্সি খুঁজছেন। একজন ট্যাক্সিওয়ালাও দাঁড়াচ্ছেন না। এ দিকে মোবাইলে নেটওয়ার্কের যা অবস্থা সাড়া মিলছে ওলা, উবার অ্যাপ থেকেও। তবে এই সমস্যায় আপনাকে আর পড়তে হবে না। উবার নিয়ে এসেছে দুটো নতুন ফিচার। যার সাহায্যে এ বার অ্যাপ ছাড়াই বুক করতে পারবেন ক্যাব।

Advertisement

ছোট শহরে অনেক সময়ই নেটওয়ার্কের সমস্যায় ভোগেন যাত্রীরা। তাদের জন্য উবার নিয়ে এসেছে ডায়াল অ্যান উবার ফিচার। ডায়াল.ডট.কম-এ গিয়ে আপনার ফোন নম্বর দিয়ে সাইন আপ করেই বুক করে ফেলতে পারবেন ক্যাব। প্রথম পর্যায়ে নাগপুর, কোচি, গুয়াহাটি ও যোধপুরে এই সুবিধা নিয়ে আসছে উবার।

দ্বিতীয় ফিচারটির সাহায্যে আপনি ক্যাব বুক করতে পারেন পরিবারের কোনও সদস্য বা বন্ধুর জন্য। রিকোয়েস্ট আ রাইড ফর আদার্স-এর সাহায্যে পিনকোড সেট করে বা ম্যানুয়ালি পিক আপ লোকেশন সেট বুক করতে পারেন ক্যাব। এরপর আপনার কনট্যাক্ট লিস্ট থেকে সিলেক্ট করে বা টাইপ করে দিতে পারেন যাত্রীর নম্বর। এখানেই শেষ নয়। চাইলে নিজে থেকে ইলেকট্রিক পেমেন্টও সেরে দিতে পারেন আপনি। অথবা সিলেক্ট করতে পারেন ক্যাশ পেমেন্ট। যাত্রী নিজেই যেখানে গন্তব্যে পৌঁছনোর পর মিটিয়ে দেবেন বিল।

Advertisement

রিকোয়েস্ট করার প্রক্রিয়া শেষ হলে যাত্রী ফোনে চলে যাবে কনফার্মেশন মেসেজ। আর তারপরই উবার যাত্রীর দোরগোড়ায়।

আরও পড়ুন: সকালে এক অ্যালার্মেই ঘুম থেকে উঠতে মেনে চলুন ১০-৩-২-১-০ ফর্মুলা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন