Lifestyle News

আপনিও ডিজাইন করতে পারেন নোকিয়া ৩৩১০!

এ বার নিজের ফোনের ডিজাইন করুন নিজেই। ব্যবহারকারীর শিল্পসত্ত্বাকে প্রাধান্য দিয়ে এমনই অভিনব প্রচার পন্থা নিল নোকিয়া। শোনা গিয়েছে আগামী জুনেই ভারতের বাজারে আসছে নোকিয়ার ‘নস্টালজিয়া ফোন’ ৩৩১০।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৩ মে ২০১৭ ১১:২০
Share:

প্রতীকী ছবি

এ বার নিজের ফোনের ডিজাইন করুন নিজেই। ব্যবহারকারীর শিল্পসত্ত্বাকে প্রাধান্য দিয়ে এমনই অভিনব প্রচার পন্থা নিল নোকিয়া।

Advertisement

শোনা গিয়েছে আগামী জুনেই ভারতের বাজারে আসছে নোকিয়ার ‘নস্টালজিয়া ফোন’ ৩৩১০। বাজার কাঁপানোর আগে অভিনব উপায় তাঁকে সকলের সামনে উপস্থিত করতেই এমন উপায় বাছল নোকিয়া কর্তৃপক্ষ।

এইচএমডি গ্লোবালের তরফে জানা গিয়েছে, নিজের ৩৩১০ মোবাইল এ বার নিজেই ডিজাইন করতে পারবেন ব্যবহারকারীরা। তবে তার জন্য রয়েছে কয়েকটি শর্ত। মোবাইলের গায়ে নিজের শিল্পসত্ত্বা ফুটিয়ে তুলতে গেলে আগ্রহী ব্যবহারকারীকে নাম লেখাতে হবে একটি প্রতিযোগিতায়। এইচএমডি গ্লোবালের @Nokiamobile নামের ইনস্টাগ্রাম পেজে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে উৎসাহী আর্টিস্ট, ডিজাইনার এবং ইলাসট্রেটরদের আহ্বান করা হয়েছে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে আগ্রহী ব্যক্তিরা #3310 দিয়ে নিজের সৃষ্টি পোস্ট করতে পারেন। পোস্ট করার শেষ তারিখ ১০ মে। এরপরেই শুরু হবে তুল্যমুল্য বিচার। ‘আই লভ ডাস্ট’ নামের একটি ডিজাইন স্টুডিও রয়েছে বিচারকের আসনে। মনোনীত শিল্পগুলি দিয়েই তৈরি হবে নোকিয়া ৩৩১০-এর ডিজাইন।

Advertisement

আরও পড়ুন: বাজারে আসতে চলেছে বিশ্বের সবচেয়ে সুরক্ষিত ফোন

২০০৫-এর পর আর তৈরি হয়নি এই মডেলের নোকিয়া ফোন। কিন্তু এক সময় বাজার ছেয়ে ফেলা নোকিয়া ৩৩১০-এর সঙ্গে জুড়ে রয়েছে বহু মানুষের নস্টালজিয়া। নস্টালজিয়া এবং চাহিদাকে কুর্নিশ করে চলতি বছর ফের ৩৩১০-র প্রত্যাবর্তন হয়েছে। যাতে বড় পরিবর্তন তেমন নেই। তবে সাদা কালো থেকে এখন রঙিন হয়েছে সে। এক বার চার্জ দিলে কথা বলা যাবে ২২ ঘণ্টা। আছে এমপিথ্রি প্লেয়ার। ৩২ জিবি পর্যন্ত মেমরি। আর হ্যাঁ, পুরনো স্নেক গেমও আছে। শোনা যাচ্ছে, ভারতে এর দাম হতে পারে ৪০০০ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন