Priyanka Chopra

গয়নায় বিন্দুমাত্র কালচে ছোপ পড়বে না, থাকবে নতুনের মতো, খুব সহজ টোটকা শিখিয়ে দিলেন প্রিয়ঙ্কা

গয়না যেমনই হোক না কেন, কিনলে তার যত্নও নেওয়া চাই। গয়নার যত্ন কী ভাবে নিতে হবে তার কিছু সহজ উপায় শিখিয়ে দিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১৫:১৮
Share:

প্রিয়ঙ্কা কী ভাবে তাঁর গয়নার যত্ন নেন? ছবি: সংগৃহীত।

পয়সা জমিয়ে শখ করে গয়না তো কিনলেন, যত্ন নেওয়ার উপায় জানা আছে তো? রোজের সাজে সোনা, রূপা বা মুক্তোর গয়না দিয়ে দিব্যি চলে যায়। বিশেষ অনুষ্ঠানের জন্য তোলা থাকে হিরের গয়না। তা গয়না যেমনই হোক না কেন, কিনলে তার যত্নও নেওয়া চাই। গয়নার যত্ন কী ভাবে নিতে হবে তার কিছু সহজ উপায় শিখিয়ে দিয়েছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া জোনাস।

Advertisement

একটি সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানিয়েছেন, রোদ-বৃষ্টি, ধুলোময়লা, ঘাম অথবা মেকআপের কারণে গয়নায় কালচে ছোপ ধরে যায়। তাই গয়না যাঁরা নিয়মিত পরেন, তাঁদের যত্ন নেওয়ার উপায়ও জেনে রাখতে হবে। খুব সহজ উপায় হল, আগে সাজগোজ করে নিন। তার পর গয়না পরুন। মেকআপ যতটা করার সেরে নিন, হেয়ার স্প্রে দিতে হলে তা-ও করে নিন, শেষে সুগন্ধি স্প্রে করার পরে গয়না পরুন। এতে গয়নার চাকচিক্য নষ্ট হবে না। গয়নায় ক্রিম বা সুগন্ধি যেন না লাগে। এগুলি গয়নার ধাতুতে রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে। তাই রূপটান সম্পূর্ণ হলে তবেই গয়না পরা উচিত। আবার মেকআপ তোলার আগে সন্তর্পণে গয়না খুলে রাখতে হবে। কোনও রূপটান সামগ্রীর সঙ্গে সোনার গয়না একসঙ্গে রাখবেন না।

শখের গয়নার যত্ন কী ভাবে নেবেন, শিখিয়ে দিলেন প্রিয়ঙ্কা চোপড়া। ফাইল চিত্র।

প্রিয়ঙ্কার পরামর্শ, সুইমিং পুলে নামার আগেও গয়না খুলে রাখতে হবে। কানের দুল বা হাতের আংটিও খুলে রাখুন। পুলের জলে বিপুল পরিমাণে ক্লোরিন থাকে যা ধাতুর সঙ্গে বিক্রিয়া করে। ফলে গয়নার জেল্লা নষ্ট হয়ে যায় অল্প দিনেই।

Advertisement

গয়না সংরক্ষণ করার পদ্ধতিও জেনে রাখতে হবে। শুধু পরলেন আর খুলে রেখে দিলেন, তেমন করলে গয়নার ঔজ্জ্বল্য নষ্ট হবেই। প্রতিটি গয়নার জন্য বরাদ্দ থাকুক আলাদা বাক্স। সোনার হার একটি বাক্সে রইল, রুপোর গয়না হলে তার জন্য আলাদা বাক্স করতে হবে। সোনা রাখার জন্য এক ধরনের বিশেষ কাগজ পাওয়া যায়। সোনার গয়না সেই কাগজে মুড়ে তার পরে গয়নার বাক্সে তুলে রাখুন। এতে গয়না ভাল থাকে। না হলে গয়না পরস্পরের সঙ্গে ঘষা খেয়ে জেল্লা নষ্ট হতে পারে। গয়না খোলার পরে শুকনো নরম কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে। চশমা পরিষ্কার করার জন্য যে কাপড় ব্যবহার করা হয় তা দিয়ে গয়না ভাল পরিষ্কার করা যায়। এতে ধুলো ময়লা যেমন দূর হয়, তেমনই গয়নার জেল্লাও অটুট থাকে। গয়না পরিষ্কারের জন্য কোনও রকম রাসায়নিক ব্যবহার করা উচিত হবে না।

কোনও রকম ধাতব বাক্সে গয়না না রাখাই ভাল। কারণ এতে বিক্রিয়া বেশি হয়। গরম জায়গায় যে কোনও গয়না না রাখাই ভাল। অন্ধকার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় গয়নাগুলি রাখুন। আলমারির ভিতর গয়না রাখতে পারলে খুব ভাল হয়। বাব্‌ল র‌্যাপে জড়িয়ে গয়না রাখুন। দাগ পড়বে না। হিরের গয়নাগুলি আলাদা আলাদা বাক্সে তুলে রাখাই ভাল। একসঙ্গে রাখলে হিরের ঔজ্জ্বল্য কমে যায়। মুক্তোর গয়না প্লাস্টিকের ব্যাগে ভুলেও রাখবেন না। কাঠের বাক্সে রাখুন। এতে গয়না ভাল থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement