জমি হাতছাড়া করবেন না

ফুটবল পিটিয়ে ফাঁকা জমি দখল করে নিয়েছে ক্লাব। ঝান্ডা লাগিয়ে পার্টি অফিস করেছে দাদারা। কী করবেন? পরামর্শ দিচ্ছেন আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরী।ফুটবল পিটিয়ে ফাঁকা জমি দখল করে নিয়েছে ক্লাব। ঝান্ডা লাগিয়ে পার্টি অফিস করেছে দাদারা। কী করবেন? পরামর্শ দিচ্ছেন আইনজীবী দেবাশিস মল্লিক চৌধুরী।

Advertisement
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৫ ১৭:২৯
Share:

বাড়ি সংলগ্ন জমিতে খেলে পাড়ার ছেলেরা। পাঁচিল তুলে ঘিরে রাখার কথা মাথাতেই আসেনি। রাতারাতি বেড়ার ঘর তুলে গজিয়ে উঠল ক্লাব। ভোটের আগে একতলার বড় ঘরটা ছেড়ে দিয়েছিলেন পাড়ারই এক নেতার অনুরোধে। সেটাই হয়ে উঠল পার্টি অফিস। বিচার চাইতে হলে দু’রকম মামলা করতে হতে পারে। একটার উদ্দেশ্য, হারানিধি ফিরে পাওয়া। অন্যটার, দোষীদের সাজা দেওয়া।

Advertisement

হারানিধির খোঁজে

জমি-বাড়ির মালিকানার নথি দেখিয়ে থানায় সাধারণ ডায়েরি করতে হবে। পুলিশ ব্যবস্থা না নিলে দেওয়ানি আদালতে গিয়ে সম্পত্তি পুনরুদ্ধারের মামলা করতে হবে। সম্পত্তি বেদখল হওয়ার ছ’মাসের মধ্যে মামলা করতে পারলে ভাল। ‘স্পেসিফিক রিলিফ অ্যাক্ট’-এ কম ঝামেলায় মামলা মিটে যাবে। তা না হলে সাধারণ দেওয়ানি মামলায় সাক্ষীসাবুদ লাগে বেশি, সময়ও।

Advertisement

চাই স্থগিতাদেশও

দখলকারীরা যাতে জমির চরিত্র বদল বা ঘরবাড়ি তুলতে না পারে সে জন্য স্থগিতাদেশ চাইতে হবে। জমি-বাড়ি কী অবস্থায় আছে, তা দেখতে ইনস্পেক্টর পাঠানোর আর্জিও জানাতে হবে। বাড়িঘরের দেখভালে ‘রিসিভার’ নিয়োগ করানোও প্রয়োজন।

শাস্তি চাই

দেওয়ানি আদালত দোষীকে সাজা দিতে পারে না। দখলদারের নামে ফৌজদারি আদালতে অনধিকার প্রবেশের মামলা করতে হবে। যদি তারা হুমকি দেয়, মারধর করে, তাতে আরও গুরুতর ধারায় মামলা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement