Fatima Sana Shaikh on relationship

‘প্রেমিককে বলব প্রাক্তনের কাছেই ফিরে যাও’! সম্পর্কে এগোবেন না কি পিছোবেন, পরামর্শ দিলেন ফাতিমা

ফাতিমা সনা শেখকে এখন দেখা যাচ্ছে অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় বর্মার সঙ্গে! দু’জনের রসায়ন নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক সেই সময়েই প্রেমের সম্পর্ক নিয়ে নিজের মতামত প্রকাশ্যে বললেন ফাতিমা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৫:১৬
Share:

সম্পর্কে কোন লক্ষণ দেখলে পিছিয়ে আসাই মঙ্গল, নিজের কথা বললেন ফাতিমা সনা শেখ। ছবিতে তাঁর সঙ্গে সহ-অভিনেতা বিজয় বর্মা। ছবি: ফাতিমা সনা শেখের ইনস্টাগ্রাম থেকে।

অল্প বয়সেই পর্দায় অভিষেক। কাজ করেছেন দেশের তাবড় তারকা অভিনেতার সঙ্গে। আমির খান, অমিতাভ বচ্চন, কমল হাসন, শাহরুখ খান, মাধবন— তালিকা দীর্ঘ! এক তারকা অভিনেতার সঙ্গে সম্পর্কেও জড়িয়ে ছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী ফাতিমা সনা শেখ। নিজে স্বীকার না করলেও, আমির খানের সঙ্গে তাঁর প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল গোটা দেশেই। সেই ফাতিমাকেই এখন দেখা যাচ্ছে অভিনেত্রী তমন্না ভাটিয়ার প্রাক্তন প্রেমিক বিজয় বর্মার সঙ্গে! দু’জনে এক সঙ্গে একটি রোম্যান্টিক ফটোশুট করিয়েছেন সম্প্রতি। সেখানে তাঁদের রসায়ন নিয়ে আলোচনা যখন তুঙ্গে, সেই সময়েই প্রেমের সম্পর্ক নিয়ে নিজের মত প্রকাশ্যে জানালেন ফাতিমা।

Advertisement

এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়েছিল, যদি দেখেন প্রেমিক এখনও তাঁর প্রাক্তন প্রেমিকার কথা মনে করে তাঁর জন্য গানের ‘প্লেলিস্ট’ তৈরি করছে, তবে কী করবেন? ফাতিমা এর জবাব দিতে খুব বেশি সময় নেননি। প্রায় সঙ্গে সঙ্গেই বলেছেন, ‘‘আমি প্রেমিককে বলব, যাও ভাই তুমি তোমার প্রাক্তনের কাছেই ফিরে যাও, এখানে থাকার দরকার নেই!’’

ফাতিমা সনা শেখের জবাব থেকে বোঝা যায়, সম্পর্ক থেকে তাঁর বয়সি মহিলারা কী চান? ছবি: ফাতিমা সানা শেখের ইনস্টাগ্রাম থেকে।

অভিনেত্রী রিয়া চক্রবর্তীর একটি পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন ফাতিমা। সাক্ষাৎকারের এক পর্বে রিয়া তাঁকে প্রশ্ন করেন, ‘‘সম্পর্কে এগোবে না পিছোবে বুঝবে কী ভাবে? তুমি তোমার ব্যক্তিগত জীবনে কোন বিষয়গুলি লক্ষ্য করলে সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চাইবে না?’’ ওই পর্বেই সম্পর্কের কিছু চেনা এবং জটিল পরিস্থিতি নিয়ে নিজের মতামত জানিয়েছেন ফাতিমা। বলেছেন, তিনি ওই পরিস্থিতিতে পড়লে কী করতেন।

Advertisement

ফাতিমার বয়স ৩৩। তাঁর জবাব থেকে বোঝা যায় সম্পর্ককে তাঁর বয়সি মহিলারা কী ভাবে দেখেন? সম্পর্ক থেকে তাঁদের চাহিদাই বা কী?

যেমন একটি প্রশ্নে রিয়া জানতে চেয়েছিলেন, ‘‘ধরো, প্রেমিক অনেক পরে মেসেজের জবাব দেন। এমন হলে তুমি কী করতে?’’ ফাতিমা জানিয়েছেন, দু’-এক দিন এমন হলে তিনি বোঝার চেষ্টা করবেন সমস্যাটা কোথায় হচ্ছে। তবে নিয়মিত এমন হতে থাকলে তিনি বিষয়টি ভাল ভাবে নেবেন না। ফাতিমা বলছেন, ‘‘ব্যস্ত হলেও সে কথা মেসেজে জানানো যেতে পারে। তুমি যদি সেটুকুও না জানাও এবং মেসেজের উত্তর দিতে দেরি করো, তা হলে আমি বুঝব, তোমার কাছে আমার গুরুত্ব নেই। এমন সম্পর্কে আমি থাকতে চাইব না।’’

‘গুস্তাখ ইশ্‌‌‌‌‌ক’ ছবিতে একসঙ্গে অভিনয় করছেন ফাতিমা সনা শেখ এবং বিজয় বর্মা। ছবি: ফাতিমা সানা শেখের ইনস্টাগ্রাম থেকে।

যদি প্রেমিক বলেন, আমি এখন সম্পর্ক নিয়ে ‘সিরিয়াস’ কিছু ভাবছি না! ফাতিমার জবাব, ‘‘আরে এটা বললে তো বুঝতে হবে, টাইম পাস করতে চাইছে। একদম এগোনো উচিত নয়।’’ ফাতিমার জবাব শুনে রিয়ার পাল্টা প্রশ্ন, ‘‘কিন্তু পরে তিনি পাল্টেও তো যেতে পারেন!’’ ফাতিমার সপাট জবাব, ‘‘কেউ বদলায় না।’’

ওই আলোচনায় প্রেমিকের প্রাক্তনকে নিয়েও কথা বলেছেন ফাতিমা। তিনি বলছেন, “যে কোনও সম্পর্কের দায় দু’জনেরই থাকে। আমি যদি দেখি আমার প্রেমিক তাঁর প্রাক্তন প্রেমিকা নিয়ে মন্দ কথা বলছেন, তবে সেটাও আমার কাছে নেতিবাচক বলেই মনে হবে। কারণ সম্পর্কে দোষ কারও একার হতে পারে না। যদি সম্পর্কে তিক্ততা থাকে, আতঙ্ক বা ট্রমা থাকে, তবে তার দায় কোনও এক জনের নয়। দু’জনেরই। তাই যদি কেউ সেটুকু দায়িত্ববোধ দেখাতে না পারেন, তবে তাঁর উপর ভরসা করা উচিত হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement