marriage

Relationship Tips: আলাদা থাকাই সুখী দম্পত্যের চাবিকাঠি, দাবি প্রবীণ দম্পতির

ইংল্যান্ডের এক দম্পতি থাকেন আলাদা আলাদা বাড়িতে। তাঁদের দাবি, দূরে থাকাই তাঁদের ভালবাসার মূল ভিত্তি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২০ অগস্ট ২০২২ ২০:১০
Share:

তোমায় আমায় মিলে ছবি: পিটিআই।

টিম হোলিংওয়ার্থের বয়স ৬৮ আর ডায়ানা লিউকের বয়স ৬৯। সম্পর্কে রয়েছেন ১৪ বছর। দু’জনেরই বাস শেফিল্ড শহরে। কিন্তু একই শহরে থাকলেও এক ছাদের তলায় থাকেন না তাঁরা। থাকেন আলাদা আলাদা বাড়িতে। আর আলাদা থাকাই তাঁদের ভালবাসার মূল ভিত্তি, দাবি তাঁদের।

Advertisement

স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডায়ানা পেশায় রেডিয়োর কণ্ঠশিল্পী ছিলেন। স্বাধীনচেতা ডায়ানা বরাবরই একা থাকতে পছন্দ করেন। প্রায় বছর কুড়ি কোনও রকম সম্পর্কে জড়াননি তিনি। ২০০৮ সালে টিমের সঙ্গে দেখা হয় তাঁর। তখন আগের একটি সম্পর্কের টানাপড়েনে বিধ্বস্ত টিম। দু’জনের আলাপ অল্প দিনের মধ্যেই গড়ায় প্রণয়ের দিকে। কিন্তু প্রেমে পড়লেও দু’জন সিদ্ধান্ত নেন আলাদা বাড়িতে থাকবেন তাঁরা। সম্পর্কে থাকলেও আলাদা থাকেন তাঁরা।

তবে দীর্ঘ দিনের এই অভ্যাসে ছেদ পড়তে পারে শীঘ্রই। দম্পতি জানাচ্ছেন, আলাদা বাড়িতে থাকার ফলে বেড়ে যাচ্ছে সংসার চালানোর খরচ। তাই হয়তো আগামী দিনে এক বাড়িতেই থাকতে হবে তাঁদের। তবে এক বাড়িতে থাকলেও দু’জনে চান আলাদা শোয়ার ঘরের ব্যবস্থা করতে। কারণ? দূরে থাকলেই নাকি বেড়ে যায় কাছে আসার টান। বেড়ে যায় শারীরিক চাহিদাও।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন