বড়দিনে খুদের জন্য স্নেহের উপহার। ছবি: সংগৃহীত।
বড়দিন মানেই আনন্দ আর আলোর উৎসব। আট থেকে আশি সকলেই মেতে ওঠেন যিশুর জন্মদিন উপলক্ষে। কেকের দোকানে উপচে পড়া ভিড় হয়। চারিদিক সেজে ওঠে আলোর রোশনাইয়ে। সান্তাক্লজ়, ক্রিসমাস ট্রি-র পাশাপাশি বড়দিন মানে উপহার দেওয়ার হিড়িক। সেই দিন লাল জামা, লাল টুপি, এক গোছা সাদা দাড়ি নিয়ে সান্তা ক্লজ় বাড়ি বাড়ি আসে শিশুদের জন্য ঝোলা ভর্তি উপহার নিয়ে। এমন গল্প শুনেই অভ্যস্ত ছোটরা। খুদের মন জয় করতে বড়দিনে সান্তা সেজে উপহার বিলোতে চাইছেন? কী কী রাখতে পারেন সেই ঝোলায়?
বই: খুদের উপহারের তালিকায় থাকতে পারে বই। পশুপাখি চেনানো, গল্পের বই, আঁকার বই— বয়স অনুযায়ী বেছে নিতে পারেন যে কোনও বই।
হাতের কাজের জিনিস: রং, মডেলিং ক্লে-সহ খুদের হাতের কাজের জিনিসের নানা ধরনের সেট পাওয়া যায়। উপহার হিসাবে এগুলিও বেছে নিতে পারেন। ব্লক দিয়ে বাড়ি, গাড়ি তৈরি করা, মাটি দিয়ে বিভিন্ন আকার তৈরি করার জিনিস পাওয়া যায়। খুদের আঁকার শখ থাকলে এমন উপহার তার মন জয় করবে।
বড়দিনের বাহারি উপহার। ছবি: সংগৃহীত।
খেলনা: এমন অনেক খেলনা আছে যা শুধুই খেলার কাজে নয়, শিশুর বুদ্ধির বিকাশেও সহায়তা করে। পাজ়ল, সায়েন্স কিট, গ্লোবের মতো উপহার পেলে খুদেরা খুশিও হবে আর অনেক কিছু শিখতেও পারবে।
এলসিডি ট্যাবলেট: ট্যাবলেটের মতোই দেখতে। এর সঙ্গে দেওয়া পেনসিলের সাহায্যে লেখা যায়, আঁকবুকি কাটা যায়। আবার নিমেষে তা মুছেও দেওয়া যায়। শিশুদের জন্য এই ধরনের ট্যাবলেট খুবই উপভোগ্য।
চকোলেট: এই উপহারটি দেখে খুদেরা সবচেয়ে বেশি ক্ষতি হবে। তবে খুব বেশি চকোলেট খাওয়া ওদের জন্য মোটেও ভাল না। তাই ওদের খুশি করতে বাড়িতেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর চকোলেট। রঙিন মোড়কে মুড়িয়ে সেই চকোলেট উপহার দিতে পারেন খুদেকে।