শিশু মাথায় আঘাত পেয়েছে বুঝবেন কী ভাবে, প্রাথমিক চিকিৎসাই বা কী? ছবি: এআই সহায়তায় প্রণীত।
অঘটন যে কোনও সময়ে, যে কারও সঙ্গে ঘটতে পারে। আচমকা মাথায় কোনও কারণে আঘাত লাগলে, তা ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। খেলতে গিয়ে পড়ে যাওয়ার ঘটনা নতুন নয়। তবে আঘাত যদি গুরুতর না-ও হয়, সামান্য কেটেছড়ে গেলেও তার প্রাথমিক চিকিৎসা জরুরি। তা হলে সেই আঘাত বা ব্যথা বেশি ছড়াতে পারে না। আর যদি মাথায় আঘাত লাগে, তা হলে খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। প্রথমত অভিভাবককে বুঝতে হবে যে শিশুর মাথায় আঘাত লেগেছে। অনেক সময়েই বকাবকির ভয়ে ছোটরা তা বলে না। তবে কিছু উপসর্গ দেখে বোঝা যায়। সেই লক্ষণগুলি চিনে খুব তাড়াতাড়ি বাড়িতেই প্রাথমিক চিকিৎসা শুরু করতে হবে।
কেটেছড়ে গেলে কী করণীয়?
দৌড়োদৌড়ি করে খেলার সময়ে পড়ে গিয়ে বা বাড়িতে ধারালো কোনও জিনিসে শিশুর হাত-পা কেটে গেলে প্রথমেই অ্যান্টিসেপটিক লিকুইড দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করে নিতে হবে। তার পরে অ্যান্টিসেপটিক ক্রিম ক্ষতস্থানে লাগিয়ে, তুলো ও পাতলা সুতির কাপড় দিয়ে ক্ষতস্থান বেঁধে দিন। রক্ত বেরোতে থাকলে ক্ষতের জায়গায় কিছু ক্ষণ চিনি ধরে রাখুন। রক্ত বন্ধ হয়ে যাবে। তবে ক্ষত খুব গভীর হলে, তখন চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। লোহার কোনও কিছুতে কেটে গেলে ২৪ ঘণ্টার মধ্যে টিটেনাস প্রতিষেধক নিতে হবে। তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে।
মাথায় আঘাত লাগলে
চেয়ার, টেবিল কিংবা খাট থেকে পড়ে গিয়েও মাথায় আঘাত লাগতে পারে। সামান্য আঘাত দেখলে অনেক সময়েই গুরুত্ব দেন না অভিভাবকেরা। ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেন, অথবা ব্যথানাশক ওষুধ খাইয়ে দেন। আঘাত যেমনই হোক, শিশুদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা দরকার। না হলে ভবিষ্যতে জটিল স্নায়বিক অসুখ হওয়ার ঝুঁকি থেকে যাবে।
লক্ষণ চিনে নিন
শিশু যদি ঘন ঘন অজ্ঞান হয়ে যায়, কিছু খাওয়ার পরেই বমি করে, তা হলে সতর্ক হতে হবে।
শিশুর চোখের সমস্যা হতে পারে। দৃষ্টি ঝাপসা হতে পারে। বিষয়টি খেয়াল রাখতে হবে অভিভাবকদের।
বাবা-মায়েরা যদি দেখেন, শিশুর নাক-মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, তখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
আঘাত লাগার পর যখন তখন শ্বাসকষ্ট, মাথাযন্ত্রণাও চিন্তার। অনেক সময়ে মস্তিষ্কের ভিতরে রক্তনালি ছিঁড়ে গিয়েও অঘটন ঘটতে পারে।
কী করণীয়?
মাথায় আঘাত লাগলে ফোলা স্থানে আগে বরফ দিতে হবে। রক্ত বার হলে সেই জায়গা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন। আঘাত যেমনই হোক, সিটি স্ক্যান করিয়ে রাখা ভাল। মাথায় আঘাত লাগলে ফোলা স্থানে আগে বরফ দিতে হবে। রক্ত বার হলে সেই জায়গা পরিষ্কার কাপড় দিয়ে চেপে ধরে রাখুন। শিশুর মাথায় আঘাত গুরুতর না হলেও ২৪ ঘণ্টা নজর রাখতে হবে। অনেক সময়ে কিছুটা দেরিতেও উপসর্গ দেখা দিতে থাকে।