Same Sex Marriage

Same Sex Marriage: সুইৎজারল্যান্ডে এখন বৈধ সমকামী বিয়ে! গাঁটছড়া বাঁধলেন দুই প্রেমিকা

সমকামী বিয়েতে বৈধতার সিলমোহর দিল সুইৎজারল্যান্ড সরকার। প্রথম বিয়ে করলেন ২১ বছর ধরে অপেক্ষা করে থাকা দুই প্রেমিকা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২২ ২০:৩৩
Share:

প্রেমের শুরু থেকেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন দু’জনে। ছবি: প্রতীকী

১ জুলাই সুইৎজারল্যান্ডে প্রথম সমলিঙ্গে বিয়ে হয়। সে দিনই এই ধরনের বিয়ের অনুমোদন দিয়েছে সুইৎজারল্যান্ড সরকার। জেনেভা শহরের বাসিন্দা দুই মহিলা লর এবং অ্যালাইন একে-অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক তাঁদের। প্রেমের শুরু থেকেই এই দিনটির জন্য অপেক্ষা করছিলেন দু’জনে। এত দিন একসঙ্গেই থাকতেন। সম্পর্কে আইনি সিলমোহর দিতে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

Advertisement
আরও পড়ুন:

২০২০ সালের ডিসেম্বরে প্রথম সুইস পার্লামেন্টে এই আইনটি পাশ হয়। সে দেশের প্রায় ৬৪ শতাংশ ভোটার এই আইনের পক্ষে ভোটের মাধ্যমে সমর্থন জানিয়েছিলেন। সম্প্রতি স্বীকৃত হয় এই ধরনের বিয়ে। সুইৎজারল্যান্ডের ফেডারেল কাউন্সিল জানিয়েছে, যাঁরা ইতিমধ্যেই ‘সিভিল পার্টনারশিপ’-এ আছেন, তাঁরাও একসঙ্গে থাকার আইনি তকমা পেতে পারেন। নতুন এই আইন অনুযায়ী, সমকামী দম্পতিরা সন্তান দত্তকও নিতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন