Apology

Apology: ভুল করে ফেলেছেন? ক্ষমা চাওয়ার সময় মাথায় রাখবেন যে তিনটি বিষয়

অনেকেই ক্ষমা চাইতে সঙ্কোচ বোধ করেন। বলতে চাইলেও খুঁজে পান না সঠিক শব্দ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২২ ১৮:৪০
Share:

ক্ষমা চাইবেন কী ভাবে? ছবি: সংগৃহীত

রাগের মাথায় দুর্ব্যবহার করে ফেলেছেন প্রিয়জনের সঙ্গে? কিংবা ভুল বুঝে কটু কথা বলেছেন, অধস্তন কর্মচারীকে? সম্পর্ক জোড়া লাগাতে এক মাত্র উপায় হতে পারে ক্ষমা চাওয়া। কিন্তু অনেকেই ক্ষমা চাইতে সঙ্কোচ বোধ করেন। বলতে চাইলেও খুঁজে পান না সঠিক শব্দ।

Advertisement

কী বলবেন

শুরু করুন, যে কাজের জন্য মনোমালিন্য সেটি কেন করে ফেলেছিলেন তা দিয়ে। বুঝিয়ে বলুন কোন পরিস্থিতিতে তৈরি হয়েছিল ভুল বোঝাবুঝি। এর পর বলুন কোন পরিস্থিতিতে মত বদল হল আপনার। আপনি যে ভুল বুঝতে পেরেছেন, তা-ও স্পষ্ট করে বলুন। সবশেষে বলুন এর পর আপনি গোটা বিষয়টি নিয়ে কী করতে চান। কিংবা ভুল বোঝাবুঝিতে যদি সম্পর্ক বিগড়ে গিয়ে থাকে, তা মেরামত করতে কী করণীয় কথা বলুন তা নিয়ে।

Advertisement

প্রতীকী ছবি।

কী ভাবে বলবেন

যখন ক্ষমা চাইছেন, সোজাসুজি সামনের মানুষটির চোখের দিকে তাকিয়ে চান ক্ষমা। ভয় পাবেন না। নিজের ভুল বুঝতে পারলে কেউ ছোট হয় না। সবার জীবন সমান নয়, সমান নয় জীবনের লড়াইও। আপনার জীবন যদি ঝঞ্ঝাক্ষুব্ধ হয়, তবুও আপনার শব্দচয়ন যেন রূঢ় না হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন