Relationship

অন্য নারীর সঙ্গে সম্পর্কে প্রেমিক, শাস্তি দিতে বাড়িতে আগুন ধরালেন মত্ত প্রেমিকা

সম্পর্ক চলাকালীন প্রেমিক অন্য নারীর সঙ্গে প্রেম করছেন। সেই রাগ, দুঃখ, অভিমানে মত্ত অবস্থায় প্রেমিকের ঘরে আগুন ধরিয়ে দিলেন প্রেমিকা।

Advertisement

সংবাদ সংস্থা

নান, থাইল্যান্ড শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২২ ২০:৪১
Share:

দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন প্রেমিকা। প্রতীকী ছবি।

প্রেমিক ধোঁকা দিয়েছে। সেই রাগে মত্ত অবস্থায় প্রেমিকের ঘরে আগুন ধরিয়ে দিলেন এক তরুণী। ঘটনাটি ঘটেছে তাইল্যান্ডের পাটায়া শহরে। দমকলকর্মী এবং পুলিশ গিয়ে ওই যুবককে উদ্ধার করে। ২৫ বছর বয়সি ডনলায়া নালি নামে ওই তরুণীর সঙ্গে ৩৩ বছর বয়সি আক্রান্ত ওই যুবকের দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক। সম্পর্ক শুরু হওয়ার পর থেকে দু’জনে এক ছাদের তলায় থাকতেও শুরু করেন। দু’জনের সম্পর্কের সমীকরণ বেশ ভালই ছিল। একে অপরকে চোখে হারাতেন বলা চলে। ডনলায়া একটি বেসরকারি সংস্থার কর্মী। ওই যুবক তথ্যপ্রযুক্তি সংস্থার কাজ করেন।

Advertisement

সূত্রের খবর, প্রথম প্রথম ভালবাসায় কাটলেও, কয়েক মাস পর থেকে দু’জনের মধ্যে মনোমালিন্য শুরু হতে থাকে। ডনলায়া সব সময়ে নিজের মত চাপাতে থাকেন প্রেমিকের উপর। তাতে আরও সমস্যা বাঁধে। একসঙ্গে দিনযাপন করা ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে। একটা সময় পর দু’জনের যৌথ সিদ্ধান্তেই আলাদা থাকতে শুরু করেন দু’জনে।

ডনলায়ার অনুপস্থিতিতে ওই যুবক অন্য এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সে কথা কানে যায় ডনলায়ারও। ভালবাসার মানুষটির জীবনে অন্য নারী আসার খবরে স্বাভাবিক ভাবেই ভেঙে পড়েন ডনলায়া। প্রেমিককে ক্রমাগত ফোন করতে থাকেন। কিন্তু ওই যুবক ফোন তোলেনি। শেষ পর্যন্ত রাগে, দুঃখে, অভিমানে একটি পাবে গিয়ে আকণ্ঠ মদ্যপান করেন। তার পরেই সেখান থেকে চলে যান প্রেমিকের বাড়িতে। সোজা ঘরে ঢুকে যান। তার পর দেশলাই কাঠি জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়ে বাইরে বেরিয়ে আসেন। সেই সময়ে খাটে ঘুমিয়েছিলেন ওই যুবক। আগুনের হলকা গায়ে লাগতেই ঘুম থেকে তড়াক করে লাফিয়ে ওঠেন তিনি। উঠেই দেখতে পান, সারা ঘরে দাউদাউ করে আগুন চলছে। তিনি কোনওমতে প্রাণ হাতে করে বাইরে বেরিয়ে আসেন। এসেই দেখতে পান ডনলায়াকে। দমকল এবং স্থানীয় পুলিশের কাছে ফোন যায়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিভে যাওয়ার পর ওই যুবক ডনলায়ার নামে পুলিশে অভিযোগ জানান। ডনলায়াকে জিজ্ঞাসাবাদ করতেই তিনি সব কথা স্বীকার করে নেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন