Reliance Jio

৯৯৯ টাকায় ফোর জি মোবাইল আনছে রিলায়্যান্স জিও, কী কী থাকছে জেনে নিন

গত বছর সেপ্টেম্বরে জিও এনে দেশের টেলিকম ব্যবস্থাকে পাল্টে দিয়েছিল রিলায়্যান্স। এ বছরেও ফের এক ধামাকা আনছেন মুকেশ অম্বানি। দেশে ফোর জি পরিষেবাকে ছড়িয়ে দিতে রিলায়্যান্স জিও আনতে চলেছে মাত্র ৯৯৯ টাকায় ফোর জি ফিচার ফোন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৮:১৫
Share:

জিও আনছে ফিচার ফোন

গত বছর সেপ্টেম্বরে জিও এনে দেশের টেলিকম ব্যবস্থাকে পাল্টে দিয়েছিল রিলায়্যান্স। এ বছরেও ফের এক ধামাকা আনছেন মুকেশ অম্বানি। দেশে ফোর জি পরিষেবাকে ছড়িয়ে দিতে রিলায়্যান্স জিও আনতে চলেছে মাত্র ৯৯৯ টাকায় ফোর জি ফিচার ফোন।

Advertisement

বিভিন্ন টেক ওয়েবসাইটের খবর অনুযায়ী, ফোর-জি ভোলটি সাপোর্ট করবে এই সব ফিচার ফোনগুলি। ৯৯৯ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত দাম হতে পারে এই নতুন মোবাইলের।

কী কী থাকছে জিও-র ফিচার ফোনে? টেক ওয়েবসাইট সূত্রের খবর, ফ্রি ভয়েস কল মিলবে এই ফোনগুলিতে। এর সঙ্গে থাকবে জিও চ্যাট, লাইভ টিভি, জিও মানির মতো কিছু অ্যাপসের সুযোগ সুবিধা। ফোনগুলিতে ক্যামেরা থাকতে পারে বলে মনে করছে, টেক বিশেষজ্ঞ মহল।

Advertisement

আরও পড়ুন- নতুন স্মার্টফোনের দাম শুনে ভিরমি খাচ্ছেন মোবাইলপ্রেমীরা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement