Periodontitis

দন্তমূলের প্রদাহে সাবধান

আক্কেল দাঁতের পাশে প্রদাহ দেখা দিলে সতর্ক হন। পেরিকরোনাইটিস হলে কী করবেন, জেনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩ ০৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

বিভিন্ন বয়সে দাঁতের নানা রকম সমস্যা লেগেই থাকে। তার মধ্যে একটি হল পেরিকরোনাইটিস। আক্কেল দাঁত ওঠার সময়ে দাঁতের মাড়িতে যে প্রদাহ দেখা দেয়, তাকেই বলে পেরিকরোনাইটিস। আক্কেল দাঁত ওঠার সময়ে মাড়ির মাংসের উপরে চাপ দেয়। সে সময়ে আশপাশের নরম টিসুর উপরে চাপ তৈরি হয়। তা থেকে ব্যথা যন্ত্রণা ও কিছু ক্ষেত্রে প্রদাহ দেখা দিতে পারে। কারণ সেই অংশটা মুখের এত ভিতরে যে, ভাল করে পরিষ্কার করা যায় না।

Advertisement

দন্তবিশেষজ্ঞ ডা. পারমিতা গঙ্গোপাধ্যায় বিষয়টি ভেঙে বুঝিয়ে দিলেন, “পেরি মানে চারপাশ, করোনা বলতে দাঁতের ক্রাউনটাকে বোঝায় এখানে আর আইটিস মানে প্রদাহ। অর্থাৎ দাঁতের ক্রাউনের চারপাশে যে প্রদাহ বা ইনফ্ল্যামেশন দেখা দেয়, সেটিই হল পেরিকরোনাইটিসের উপসর্গ। আসলে যত পুরনো দিনে ফিরে যাব, দেখা যাবে আদিম যুগে মানুষের দাঁতের গঠন, চোয়াল অনেক চওড়া ও শক্ত ছিল। তখন কাঁচা মাংস দাঁত দিয়ে ছিড়ে খাওয়া হত। ক্রমশ সভ্য হয়েছি। আমরা এখন অনেক মডিফায়েড, নরম খাবার খাই। ফলে ক্রমশ আমাদের দাঁতের গঠন ও কাজ অনেক বদলে গিয়েছে।” খাদ্যাভ্যাসের বদল, দাঁতের স্বাস্থ্য ঠিকঠাক বজায় না রাখলে তখন দাঁতের গোড়ায় প্রদাহ দেখা দিতে পারে।

চিকিৎসা

Advertisement

দাঁতে ব্যথার উপসর্গ দেখা দিলে ও সেই ব্যথা থেকে গেলে বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কারণ হিসেবে পারমিতা বলছেন, যে দাঁতের মাড়িতে প্রদাহ হয়েছে, তা পাশের দাঁতেও ছড়িয়ে যেতে পারে। তাই নিজে চিকিৎসা না করে বিশেষজ্ঞের মত নিন। প্রদাহ কমাতে চিকিৎসকেরা অ্যানালজেসিক (ব্যথানাশক) ও অ্যান্টিবায়োটিক দিয়ে থাকেন। আবার অনেক সময়ে দাঁতের গোড়ায় ক্যাভিটি দেখা যায়। তার মধ্যে খাদ্যের অবশিষ্টাংশ জমেও প্রদাহ বা ইনফেকশন হতে পারে। সেটা পাশের দাঁতগুলোর ক্ষতি করতে পারে। সে ক্ষেত্রে দন্তচিকিৎসকেরা ক্যাভিটির ভিতরটা পরিষ্কার করে দেন। তবে নিজে থেকে বাড়িতে পরিষ্কার করতে গিয়ে দাঁত খোঁচানো উচিত নয়। কিছু ক্ষেত্রে এক্স-রে করে দাঁতের অবস্থা বুঝে দাঁতটি তুলেও দেওয়া হয়। অনেক সময়েই দাঁত বাঁকা ভাবে ওঠে। ফলে গালের ভিতরের চামড়া কেটে-কেটে সাদা দাগের মতো হয়ে যায়। সে ক্ষেত্রে দাঁত তুলে দেওয়া হয়।

কী করবেন, কী করবেন না

  • দাঁতে ব্যথা হলেই লবঙ্গ তেল লাগাবেন না। পারমিতা বললেন, “এই তেল মাড়ি পুড়িয়ে দিতে পারে। ফলে হিতে বিপরীত হয়।” লবঙ্গ তেল চিকিৎসকেরাও অনেক সময়ে দিতে বলেন। তবে সেটা দাঁতে বিভিন্ন কারণে ব্যবহার হয়। তাই দাঁতের সব ব্যথায় এই তেল লাগাবেন না।
  • বাইরে থেকে সেঁক দেবেন না। বরং ঈষদুষ্ণ গরম জলে কুলকুচি করতে পারেন।
  • আক্কেল দাঁতের উপরে টুথপিক বা অন্য কিছু দিয়ে খোঁচাবেন না।
  • ব্যথা কমলে নিয়মিত ব্রাশ করতে হবে। মনে রাখবেন, শুধু মাউথওয়াশে দাঁতের জীবাণু সম্পূর্ণ যায় না। একই ব্রাশ দিয়ে দীর্ঘদিন ব্রাশ করবেন না। সেন্টারস ফর ডিজ়িজ় কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের পরামর্শ, তিন মাস অন্তর অবশ্যই ব্রাশ পাল্টাতে হবে।
  • দাঁতের ব্যথায় সুপ, পুডিং জাতীয় নরম খাবার খান। যে দিকে ব্যথা, তার অন্য দিকের দাঁত দিয়েও শক্ত কিছু চিবিয়ে খেতে যাবেন না।

এই রোগ পনেরো-ষোলো বছর বয়স থেকে দেখা দিতে পারে। তবে ঠিক চিকিৎসায় এক-দু’সপ্তাহের মধ্যে ঠিকও হয়ে যায়। তাই ভয় পাওয়ার কিছু নেই। তবে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন