‘বাহুবলী’ ক্যাঙারুর ছবি দেখে থ স্যোশাল দুনিয়া

এ যেন আর্নল্ড সোয়ার্তজেনেগার! বা বাহুবলীর প্রভাস। দুনিয়াকে চার পায়ে বেঁধে রাখতে চায় সে। তার নামে একটি ফেসবুক পেজও রয়েছে। ভাবছেন কে সে? নাম রজার। না কোনও মানুষের নাম নয়। অস্ট্রেলিয়ার ক্যাঙারু অভয়ারণ্যের হিরো। তাকে দেখতেই ভিড় জমায় অসংখ্য মানুষ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৮
Share:

এ যেন আর্নল্ড সোয়ার্তজেনেগার! বা বাহুবলীর প্রভাস। দুনিয়াকে চার পায়ে বেঁধে রাখতে চায় সে। তার নামে একটি ফেসবুক পেজও রয়েছে। ভাবছেন কে সে? নাম রজার। না কোনও মানুষের নাম নয়। অস্ট্রেলিয়ার ক্যাঙারু অভয়ারণ্যের হিরো। তাকে দেখতেই ভিড় জমায় অসংখ্য মানুষ।

Advertisement

আরও খবর- ইংরেজি শেখাচ্ছেন নগ্ন শিক্ষিকারা!

অভয়ারণ্যের ম্যানেজার ক্রিস ব্রলগা বার্নস প্রথম রজারকে ইন্টারনেট দুনিয়ায় নিয়ে আসেন। ২০০৬ এক রাস্তার ধারে মৃত মায়ের কাছে মরণাপন্ন অবস্থায় ধুঁকছিল রজার। সেখান থেকে উদ্ধার করে বার্নস তাকে নিয়ে আসে অভয়ারণ্যে। আজ ‘যুবক’ রজারের সুঠাম দেহ দেখে যে কোনও মহিলা ক্যাঙারু প্রেমে পড়ে যেতে পারে, এ নিয়ে কোনও সন্দেহ নেই। সেই রজারের বডি বিল্ডিং ছবি ইন্টারনেটে ভাইরাল হয়ে উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement