Egg

সহজে ওজন কমাতে ডিমের সঙ্গে খান এই ৩ খাবার

ডিমের পুষ্টিগুণের কথা আর আলাদা করে বলার কিছই নেই। মিনারেল, ভিটামিন, ফ্যাট ও প্রোটিনে পরিপূর্ণ ডিম যে কোনও ওয়েট লস প্ল্যানের অঙ্গ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ১৩:০১
Share:

প্রতীকী ছবি।

ডিমের পুষ্টিগুণের কথা আর আলাদা করে বলার কিছই নেই। মিনারেল, ভিটামিন, ফ্যাট ও প্রোটিনে পরিপূর্ণ ডিম যে কোনও ওয়েট লস প্ল্যানের অঙ্গ। যদি ওজন ঝরানো আরও কার্যকর করতে চান তা হলে ডিমের সঙ্গে এই তিন ধরনের খাবার দিয়ে বানিয়ে নিন কম্বিনেশন মিল।

Advertisement

ডিম ও ওটমিল

ওটমিলের মধ্যে থাকে রেসিসট্যান্ট স্টার্চ। যা হজমে ও ক্যালোরি ঝরাতে সাহায্য করে। ডিমের সঙ্গে ওটমিল খেলে তা মেটাবলিজমে সাহায্য করে।

Advertisement

আরও পড়ুন: না, ব্রেকফাস্ট সবচেয়ে জরুরি মিল নয়!

ডিম ও পালং শাক

প্রতি কাপ পালং শাকে ক্যালোরির পরিমাণ মাত্র ৭। সেই সঙ্গেই পালং শাকে থাকা আয়রন শক্তি বাড়াতে ও মেটাবলিজমে সাহায্য করে। অনেকক্ষণ পেট ভরা রেখে খিদে কমাতেও সাহায্য করে পালং শাক।

আরও পড়ুন: শীত কালে ব্রেকফাস্টে এই ৫ খাবার এড়িয়ে চলুন

ডিম ও নারকেল তেল

‘এই ধরনের খবর আপনার ইনবক্সে সরাসরি পেতে এখানে ক্লিক করুন

মাখন বা অন্যান্য তেল ওমলেটে ক্যালোরি যোগ করে। নারকেল তেল আমাদের শরীরের মেটাবলিজমের মাত্রা ৫ শতাংশ বাড়িয়ে মেদ ঝরাতে সাহায্য করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement