Lifestyle News

আজ বিশ্ব পাসওয়ার্ড দিবস, আপনার পাসওয়ার্ড এমন হলে কিন্তু সর্বনাশ!

যে জিনিসটা আমাদের সবচেয়ে গোপন। সব সময় মনে রাখতে হবে। তাই সবচেয়ে কাছের মানুষটার নাম দিয়েই রাখা যাক সেই গোপন কোড।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ১৬:৪৫
Share:

যে জিনিসটা আমাদের সবচেয়ে গোপন। সব সময় মনে রাখতে হবে। তাই সবচেয়ে কাছের মানুষটার নাম দিয়েই রাখা যাক সেই গোপন কোড। কারও কারও আবার ভুলে যাওয়ার রোগ। তাই নিজের ফোন নম্বর, জন্মদিনের সংখ্যাগুলো পরপর সাজিয়ে দিয়ে করে ফেলা যাক পাসওয়ার্ড। মনে রাখার ঝামেলা নেই। কিন্তু তাতেও কি রেহাই আছে? মোক্ষম সময় মাথা চুলকে চুলকেও নিজের জন্মদিনটাই মনে এল না! তারচেয়ে বরং ১২৩৪৫৬….পরপর সাজিয়েই দিয়ে ফেলা যাক পাসওয়ার্ড।

Advertisement

এই পাসওয়ার্ডগুলো দেওয়া মানেই ফাঁদে পা দিয়ে ফেলেছেন

Advertisement

অথবা কিবোর্ডের প্রথম সারির কি-গুলো পরপর টিপে গেলেই হল। কিংবা পরপর মেরে দিলেন কয়েকটা ৫,৬ বা ৭। এতে আপনার ঝামেলা তো মিটল। সেই সঙ্গেই কিন্তু গোপন সুরঙ্গে লুকনো রয়েছে গুপ্তধনের সঙ্কেতপৌঁছে গিয়েছে ডাকাতদলের হাতে। আজ বিশ্ব পাসওয়ার্ড দিবসে জেনে নিন কোন পাসওয়ার্ডগুলো সবচেয়ে বিপজ্জনক।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় ‘ক্রাইম পোস্ট’ রুখতে ৩,০০০ নতুন লোক নিয়োগ করবে ফেসবুক

এই সব যদি আপনার পাসওয়ার্ড হয়ে থাকে তা হলেই কিন্তু হ্যাকারদের কেল্লাফতে! আপনার সিন্দুকের চাবি এখন চোরের জিম্মায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement