Work: কাজে মন বসছে না? রোজ অফিস শুরুর আগে কী কী করবেন

কাজে বসার সময়ে অন্য চিন্তা মন থেকে বার করে দিন। সংসারের সমস্যা হোক কিংবা শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবনা, সব সে সময়ে দূরে রাখুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২১ ২১:৫৪
Share:

প্রতীকী ছবি।

কর্মক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান সকলেই। তার জন্য ঘণ্টার পর ঘণ্টা সময়ও দেন। কিন্তু তা সত্ত্বেও অনেক সময়েই কাজ ভাল হয় না। হয়তো নিয়মিত কিছু ভুল থেকে যায়। কিংবা সব কাজে মন বসে না। অথচ দিনের পর দিন এমন চললে নিজের মন খারাপ হয়। আর সহকর্মীরাও বিরক্ত হন। ফলে কিছু পদক্ষেপ করা দরকার যাতে প্রতিদিন সুস্থ ভাবে, কর্মক্ষেত্রে নিজের সব দায়িত্ব পালন করতে পারেন।

Advertisement

রোজ অফিসের কাজ শুরুর আগে কিছু নিয়ম পালন করুন।

১) শ্বাসের ব্যায়াম করুন। তাতে মাথা পরিষ্কার থাকে। মন শান্ত হয়। ফলে কাজেও মন বসে।

Advertisement

২) কাজে বসার সময়ে অন্য চিন্তা মন থেকে বার করে দিন। সংসারের সমস্যা হোক কিংবা শরীর-স্বাস্থ্য নিয়ে ভাবনা, সব সে সময়ে দূরে রাখুন।

৩) খালি পেটে কাজে বসবেন না। পেট ভরে প্রাতরাশ খেয়ে তবে কাজ শুরু করুন। খাবার কাজের শক্তি জোগায়। ভাবনার গতিও বাড়ায়।

প্রতীকী ছবি।

৪) দিনের শুরুতেই সাজিয়ে নিন কাজের তালিকা। কোন কাজটি আগে করবেন, কোনটি পরে, তা প্রয়োজন অনুযায়ী ঠিক করে নিন।

৫) দিনের শুরুতে মিনিট পাঁচেক সহকর্মীদের সঙ্গে কথা বলে নিন। তাতে কাজে গতি আসে। একে অপরের মধ্যে যোগাযোগও ভাল থাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন