clothes

কাচলেই ফিকে হয়ে যায় সুতির জামার রং? পোশাকের জেল্লা ধরে রাখবেন কী ভাবে?

সুতির কাপড় বেশি বার ধুলে রং হয়ে যেতে পারে ফ্যাকাশে। তবে সুতির পোশাক কাচার সময়ে কোন বিষয়গুলি মাথায় রাখলে রং অটুট থাকবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৭
Share:

সুতির কাপড়ের রং হোক অটুট। ছবি: সংগৃহীত।

গরম বলে নয়, সারা বছরই সুতির পোশাক পরতে পছন্দ করেন অনেকে। উৎসব-অনুষ্ঠান হলে আলাদা বিষয়। তবে বাকি সময়ে দৌড়ঝাঁপ সামলাতে সুতির পাতলা, আরামদায়ক পোশাকই ভরসা। সপ্তাহের সাত দিনই কোনও না কোনও কাজে বাইরে বেরোতে হয়। এক জামা দু’দিনের বেশি পরাও ঠিক নয়। আলমারিতে তোলার আগে পরিষ্কার করে কেচে না রাখলে সাদা দাগ পড়ে যায়। এ দিকে, সুতির কাপড় আবার বেশি বার ধুলে রং হয়ে যেতে পারে ফ্যাকাশে। সুতির পোশাক কাচার সময়ে কোন বিষয়গুলি মাথায় রাখলে রং অটুট থাকবে?

Advertisement

১) সুতির পোশাক কাচার সময়ে বিশেষ সতর্ক থাকতে হবে। খুব ভাল হয় যদি তরল সাবানে কাচতে পারেন। সুতির কাপড় কিন্তু ভুলেও গরম জলে ভিজিয়ে রাখবেন না। রং চটে যেতে পারে। সুতির পোশাক কাচার সময়ে ঠান্ডা জলই ব্যবহার করা শ্রেয়।

২) সুতির কাপড় যদি ওয়াশিং মেশিনে কাচেন, তা হলে সাবানের সঙ্গে এক কাপ ভিনিগার মিশিয়ে দিতে পারেন। এতে কাপড়ের ঔজ্জ্বল্য বজায় থাকবে। জামাকাপড়েও সুন্দর গন্ধ হবে।

Advertisement

৩) চড়া রোদে সুতির কাপড় না মেলাই ভাল। এতে জামাকাপড়ের রং উঠে যেতে পারে। সুতির কাপড় শুকোতে খুব বেশি সময় লাগে না। তাই পড়ন্ত রোদে কিংবা ছায়া আছে এমন জায়গায় কাপড় মেলে দিন।

৪) অনেক সুতির কাপড় প্রথম বার কাচার সময়ে রং উঠতে থাকে। এ ক্ষেত্রে সুতির কাপড় প্রথম বার ধোয়ার সময়ে নুন-জলে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন। তার পর সাবানে কাচুন। দেখবেন রং উঠবে না। কাপড়ের জেল্লাও বজায় থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement