Lifestyle News

অবশেষে টুইটারের ডিম ফুটে বেরলো মানুষ

প্রোফাইলে নিজের ছবি না দিলেই ফুটে উঠবে ডিম। টুইটার পেজে এমনটাই ছিল নিয়ম। তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রোলডও হতে হয়েছে। তবুও ২০১০ সাল থেকে এত দিন পর্যন্ত নিজেদের টুইটার এগ আইকন ব্যবহার করে এসেছে তারা। এ বার সেই ছবি বদলে হল হিউম্যান সিল্যুয়েট।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৭ ১৭:২০
Share:

প্রোফাইলে নিজের ছবি না দিলেই ফুটে উঠবে ডিম। টুইটার পেজে এমনটাই ছিল নিয়ম। তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রোলডও হতে হয়েছে। তবুও ২০১০ সাল থেকে এত দিন পর্যন্ত নিজেদের টুইটার এগ আইকন ব্যবহার করে এসেছে তারা। এ বার সেই ছবি বদলে হল হিউম্যান সিল্যুয়েট।

Advertisement

Advertisement

টুইটার এগ ক্রমশই টুইটার ট্রোলের সমার্থক হয়ে উঠছিল। কিছু মানুষ রয়েছেন যারা প্রোফাইল তৈরি করেন শুধু অন্যদের বিরক্ত করার জন্য। ফলে নিজেদের প্রোফাইলে কোনও ছবি আপলোড করেন না তারা।

আরও পড়ুন: সাবধান! গুগল কিন্তু জানে আপনি পর্নোগ্রাফিতে আসক্ত

শুক্রবার এক ব্লগ পোস্টে টুইটারের পক্ষ থেকে বলা হয়, ‘‘টুইটার এগ প্রোফাইল ফোটো দেখেই অনেকেই ধরে নিচ্ছিলেন এরা ট্রোল করার জন্যই রয়েছে। কিন্তু এমন অনেক ইউজার রয়েছেন যারা টুইটারে নতুন। নিজেদের প্রোফাইল এখনও পারসোনালাইজ করে উঠতে পারেননি। তাই এই পরিবর্তনের কথা ভাবা হয়। আমরা অনেক গবেষণা করে কয়েকটা ফিগার বেছে নিয়েছি। পুরুষ, মহিলা ইউজার অনুযায়ী ঘাড় ও মাথার আকৃতি পরিবর্তন করে তৈরি করা হয়েছে হিউম্যান সিল্যুয়েট।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement