Weird Fact

পেনের ঢাকনায় ছোট ছিদ্রটি লক্ষ করেছেন কখনও? এর কারণ কী জানেন?

অনেকেই মনে করেন, পেনের ঢাকনায় ছিদ্র রাখার নেপথ্যে পেন প্রস্তুতকারক সংস্থাগুলির বিশেষ ষড়যন্ত্র রয়েছে। অনুমান করা হত, পেনের কালি যাতে দ্রুত শুকিয়ে যায়, তার জন্যই কোম্পানিগুলি পেনের ঢাকনায় এই ছিদ্র রাখে। তবে এই ধারণা ঠিক নয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২৫ ১৬:২৯
Share:

পেনের ঢাকায় কেন ছিদ্র থাকে? ছবি: সংগৃহীত।

পারমাণবিক বোমা থেকে সেফটিপিন, সব কিছু বানানোর জন্যই চাই বিজ্ঞানচেতনা। পেনের ঢাকনাও তার ব্যতিক্রম নয়। এমন কিছু জিনিস আছে প্রতিদিনই যার ব্যবহার অপরিহার্য। এ রকমই একটি নিত্যপ্রয়োজনীয় জিনিস হল পেন। মনের ভাব কাগজে লিখে প্রকাশ করার অন্যতম প্রধান সামগ্রী হল পেন। অধিকাংশ পেনের ঢাকনার মাথাতেই দেখা যায় একটি ছিদ্র। জানেন কেন থাকে এই ছিদ্র?

Advertisement

অনেকেই মনে করেন, এর নেপথ্যে পেন প্রস্তুতকারক সংস্থাগুলির বিশেষ ষড়যন্ত্র রয়েছে। অনুমান করা হত পেনের কালি যাতে দ্রুত শুকিয়ে যায়, তার জন্যই কোম্পানিগুলি পেনের ঢাকনায় এই ছিদ্র রাখে। তবে এই ধারণা ঠিক নয়।

পেনের ঢাকনায় ছিদ্র থাকে মূলত দু’টি কারণে।

Advertisement

১) যদি কেউ দুর্ঘটনাবশত পেনের ঢাকনা গিলে ফেলেন, তবে শ্বাসনালিতে সেই ঢাকনা আটকে গিয়ে বড়সড় বিপদ ঘটতে পারে। এমনকি ঘটতে পারে মৃত্যুও। অদ্ভুত শোনালেও একটি সমীক্ষার তথ্য অনুযায়ী প্রতি বছর কেবল আমেরিকাতেই শতাধিক মানুষের মৃত্যু হয় পেনের ঢাকনা গলায় আটকে গিয়ে। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি। পেনের ঢাকনায় ছিদ্র থাকলে অল্প হলেও বায়ু চলাচল বজায় থাকে শ্বাসনালিতে। এর ফলে কেউ পেনের ঢাকনা গিলে ফেললেও চিকিৎসার জন্য খানিকটা সময় পাওয়া যায়।

২) এ ছাড়া পেন থেকে যে কালি বার হয়, বায়ু চলাচল বজায় থাকলে তা চুঁইয়ে পড়ে না। পাশাপাশি ঢাকনায় ছিদ্র থাকলে, আটকানোর পর তা খুলতেও সুবিধা হয়। কাজেই আপাত ভাবে তুচ্ছ মনে হলেও কলমের ঢাকনার ছিদ্রের নেপথ্যে রয়েছে একাধিক উপযোগিতা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement