ভাইফোঁটার উপহারে থাকুক নতুনত্বের ছোঁয়া। ছবি: সংগৃহীত।
পার্স, পারফিউম, ঘড়ি— সবই তো একঘেয়ে! তা হলে ভাইফোঁটায় উপহার কী দেওয়া যায়, যা দেখলেই হাসি ফুটবে ভাইয়ের মুখে। পাল্টা উপহারে খুশি হবেন বোনও।
‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’ বলে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করার এই উৎসবে মিশে থাকে আনন্দ, ভালবাসা। ভাইফোঁটা মানে বহু দিন পরে ভাই-বোনের একসঙ্গে হওয়া, খাওয়া-দাওয়া, হুল্লোড়, আড্ডা। আর তার মধ্যে যে বিষয়ে নজর থাকে সকলেরই, তা হল উপহার। রেকাবি ভর্তি মিষ্টির পাশে কৌতূহলী চোখ উপহারের মোড়কটাই খোঁজে। উপহার নিয়ে ভাইয়ের দিদির কাছে যেমন আবদার থাকে, তেমনই দাদার কাছে পছন্দের জিনিসের দাবি থাকে বোনেরও। তবে এর পরেও ভাবতে হয় উপহারটি কী হবে। কারণ, উপহার তো নিছক কিছু সামগ্রী নয়, এতে মিশে থাকে ভালবাসা, ভাবনা।
ভাইফোঁটায় উপহার হোক ‘স্মার্ট’। দিন বদলের সঙ্গে উপহারেও বদল আসছে। তেমনই কিছু বেছে নিন আদরের ভাই কিংবা বোনটির জন্য।
বোতল হোক স্মার্ট
স্মার্ট বোতল হতে পারে ভাইফোঁটার উপহার। ছবি: সংগৃহীত।
ভাই কাজের ফাঁকে জল খাচ্ছেন কি! দিদির হয়ে নজরদারি করে দেবে স্মার্ট বোতল। ভাই পড়ুয়া হোন বা চাকরিজীবী— নানা কাজের ফাঁকে নিয়ম করে জল খাওয়া হয় না অনেকেরই। ব্যস্ততায় জল খাওয়ার কথাও মনে থাকে না। স্মার্ট জলের বোতল মোবাইলে অ্যাপের সাহায্য সংযুক্ত থাকবে। দিনে কতটা জল খাওয়ার কথা, কতটা খাওয়া হল, কতটা বাকি— সব তথ্য সঞ্চয় হবে সেখানে। বোতলে থাকে সেন্সর। আলো জ্বালিয়ে বোতল সঙ্কেত দেবে জল খাওয়ার সময় হলে। ভাই বা দাদাদের যদি বোনের স্বাস্থ্যের খেয়াল রাখতে হয় তাঁরাও কিন্ত এমন উপহার দিতে পারেন।
স্মার্ট নোটবুক
স্মার্ট নোটবুক থাকতে পারে উপহারের তালিকায়। ছবি: সংগৃহীত।
ডায়েরির পাতায় মিটিং, কাজের সময় লিখে রাখার দিন শেষ। বরং কাজের সুবিধায় উপহার দেওয়া যায় স্মার্ট নোটবুক। যেখানে লেখাও যায় আবার মোছাও যায়। দেখতে আদ্যোপান্ত ডায়েরির মতো। থাকবে বিশেষ পেন, ডাস্টার। পাতা ছিঁড়ে যাওয়ার ভয় নেই। জলে পড়ে গেলেও তা নষ্ট হয় না। এমন নোটবুকে মিটিংয়ের সময় লিখে মোবাইলে ছবি তুলে অ্যাপের সাহায্য নিলে অ্যাপ মনে করিয়ে দেবে মিটিংয়ের কথা। পড়ুয়া ভাইয়েরাও এটি নানা রকম কাজে ব্যবহার করতে পারবেন। এআই সহায়তা পাওয়া যাবে এতে। এই ধরনের উপহার ভাই-বোন দু’জনেই ব্যবহার করতে পারবেন। ভাই বা বো্নের জন্য বেছে নিতে পারেন এলসিডি রাইটিং প্যাড। দেখতে ছোট ট্যাবের মতো। বিশেষ পেন থাকে। তা দিয়ে লেখা-আঁকা সবই করা যায়। মুছেও ফেলা যায়।
স্মার্ট ট্রাভেল কিট
সফরের সময় কাজে আসে এমন জিনিসও উপহারের তালিকায় থাকতে পারে। ছবি:সংগৃহীত।
পড়াশোনা বা কাজের জন্য সফর করতে হয়? ভাই বা দাদার কাছে কিছু আধুনিক ‘ট্রাভেল কিট’ থাকলে ভীষণ সুবিধা হবে। দেখতে ছোট্ট বোতলের মতো। তাতেই কায়দা করে রাখার ব্যবস্থা ব্রাশ, মাজন, ময়েশ্চারাইজ়ার, বডি শ্যাম্পু, তোয়ালে থেকে আয়না এবং চিরুনি।
কাজের প্রয়োজনেও ল্যাপটপ নিয়ে সফর করতে হয়। মোবাইলের চার্জার, হেডফোন, মাউস, চার্জিং পোর্ট সে সব গুছিয়ে নিলেও, তার জট পাকিয়ে যায়। সেই কাজ সহজ করে দিতে ট্রাভেল গ্যাজেট স্মার্ট ব্যাগ। বাড়িতে থাকলেও এতে কাজের জিনিসগুলি গুছিয়ে রাখা যায়। উপহার হিসাবে এমন কিছু বেছে নেওয়া যেতে পারে।
স্মার্ট রিং
স্মার্ট রিংও বেছে নেওয়া যায়। ছবি:৩ সংগৃহীত।
ভাই বা বোনের স্বাস্থ্যের দিকে নজর থাকলে দেওয়া যায় স্মার্ট রিং। দেখতে অবিকল আংটির মতো। তবে এতে সেন্সর থাকে। স্মার্ট ওয়াচ যেমন হৃদ্স্পন্দন থেকে, দিনে কত পা হাঁটা হল মেপে বলে দেয়, এটিও তেমন। রক্তে অক্সিজেনের মাত্রা, রক্তচাপ, ঘুমের সময়, ক্যালোরি খরচের পরিমাপ— সবটাই ক্ষণ ক্ষণে জানিয়ে দেয় এই আংটি।
ফিটনেস গ্যাজেট
ফিটনেসে উৎসাহী ভাইকে দিতে পারেন এমন কিছু। ছবি: সংগৃহীত।
স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়ছে ইদানীং। ছেলে হোক বা মেয়ে— সুস্থ থাকতে বা সুঠাম শরীর পেতে জিমে যাচ্ছেন অনেকে। কেউ আবার বাড়িতেই জিমের জিনিসপত্র আনিয়ে শরীরচর্চা করছেন। ভাইয়ের যদি শরীরচর্চায় আগ্রহ থাকে, তা হলে বাড়িতে ব্যবহার করা যায় এমন যন্ত্র, জিনিস উপহার দিতে পারেন। ফিটনেসই জীবনের মূলমন্ত্র হলে, ভাইয়ের মুখে হাসি ফুটবে এতেই। ভুঁড়ি কমানো, কোমরের ব্যায়াম, পায়ের ব্যায়াম, সবই একসঙ্গে করা যায় এমন সরঞ্জাম সহজেই মেলে। ফিটনেস বাইক, শরীরচর্চার সুবিধার জন্য বেঞ্চ-সহ অনেক কিছুই উপহার হিসাবে বেছে নেওয়া চলে। স্বাস্থ্য সচেনতায় উৎসাহ দিতে, ভাই বা বোনের ছবি দিয়ে বিশেষ ধরনের কাটআউটও কিন্তু এর সঙ্গে উপহার দিতে পারেন।
ঘড়ি রাখার বাক্স এবং ব্যাগ
ঘড়ি রাখার বাক্সও কিন্তু কাজের। ছবি: সংগৃহীত।
ঘড়ির শখ? বাড়ি ভর্তি একগাদা ঘড়ি, কিন্তু রাখার জায়গা নেই? ভাই বা বোনের ঘড়ি নিয়ে শখ থাকলে দিতে পারেন ঘড়ি রাখার বাক্স বা চামড়ার ব্যাগ হতে পারে ‘স্মার্ট’ পছন্দ। এগুলি দেখতে যেমন সুন্দর, তেমনই প্রতিটি ঘড়ি গুছিয়ে রাখার মতো আলাদা ঘর থাকে। এই ধরনের বাক্সে ঘড়ি রাখলে কাচে বা বেল্টে ঘষা লাগার ভয় থাকে না। ঘড়ি যত্নেও থাকে। ঘড়ির পাশাপাশি চশমা রাখার বাক্স বা ব্যাগও উপহার হিসাবে দেওয়া যেতে পারে। বোন বা দিদির জন্য দিতে পারেন কানের দুল, হার রাখার বিশেষ ধরনের আধুনিক বাক্স। যেগুলি বেশ শৌখিন এবং কাজেও লাগে।