পর্ন দেখো তিমি বাঁচাও! স্লোগান পর্নহাবের

শুনতে অবাক লাগছে তো? ভাবছেন আপনি পর্ন ছবি দেখলে কী ভাবে তিমিদের বাঁচানো যাবে? তবে এটাই সত্যি। তিমি বাঁচাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৮
Share:

শুনতে অবাক লাগছে তো? ভাবছেন আপনি পর্ন ছবি দেখলে কী ভাবে তিমিদের বাঁচানো যাবে? তবে এটাই সত্যি। তিমি বাঁচাতে এই অভিনব উদ্যোগ নিয়েছে জনপ্রিয় পর্ন ওয়েবসাইট ‘পর্নহাব’।

Advertisement

কিন্তু পর্ন দেখলে কী ভাবে বাঁচবে তিমি?

বিভিন্ন কারণে পৃথিবী ক্রমশ থেকে হারিয়ে যাচ্ছে তিমি। এদের রক্ষা করতে কাজ করে মকলিপস ক্যাটেগোরিক্যাল সোসাইটি নামের একটি সংস্থা। পর্নহাব এই সংস্থাকেই অর্থ সাহায্য করবে। ওই পর্ন ওয়েবসাইটে প্রতি ২০০০ ভিউ প্রতি তারা এক সেন্ট করে তিমি বাঁচানোর প্রকল্পে দান করবে। পর্নহাবের টার্গেট এ ভাবে ২০ হাজার ডলার তুলে দেবে ওই সংস্থার হাতে। আর সেটা ওই ওয়েবসাইটে ছয় বিলিয়ন ভিউ হলে তবেই সম্ভব। পর্নহাবের ভাইস প্রেসিডেন্ট কোরি প্রাইসের কথায়, ‘‘এই ধরনের ক্যাম্পেনের মাধ্যমে আমরা বোঝাতে পারি পৃথিবী থেকে হারিয়ে যাওয়া প্রাণীদের বিষয়ে আমরা কতটা উদ্বিগ্ন।’’

Advertisement

গত ১৩ ফেব্রুয়ারি থেকে এই স্পেশাল ক্যাম্পেন শুরু করেছেন পর্নহাব কর্তৃপক্ষ। সেদিনই ছিল বিশ্ব তিমি দিবস। ক্যাম্পেন চলবে ফ্রেব্রুয়ারি মাসের শেষ পর্যন্ত।

আরও পড়ুন

যৌনমিলন হল, কিন্তু মুক্তি মিলল না, এমন হতে পারে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement