বাড়িতে একা থাকলে আমরা যে অদ্ভুতুড়ে কাজগুলো হামেশাই করি, কিন্তু স্বীকার করি না

মাঝে মাঝে বাড়িতে একা থাকতে কিন্তু সবাই কম বেশি ভালইবাসে। এই টুকু সময় একদম নিজের হয়, তখন নিজের রাজ্যে নিজেই রাজা, নিজেই প্রজা। কেউ খ্যাচ, খ্যাচ করার নেই।

Advertisement
শেষ আপডেট: ০৮ এপ্রিল ২০১৬ ১০:৩৪
Share:

মাঝে মাঝে বাড়িতে একা থাকতে কিন্তু সবাই কম বেশি ভালইবাসে। এই টুকু সময় একদম নিজের হয়, তখন নিজের রাজ্যে নিজেই রাজা, নিজেই প্রজা। কেউ খ্যাচ, খ্যাচ করার নেই। কারও কাছে কৈফিয়ত দেওয়ার নেই। ওই একলা ঘরটাকেই নিজের দেশ বানিয়ে যা ইচ্ছা, যা খুশি করা যায়। এই সময়ে আমরা প্রায় প্রত্যেকেই এমন অনেক কিছু করি যে গুলো কিন্তু কখনওই সবার সামনে স্বীকার করি না। এই রকম অদ্ভুতুড়ে কাজকম্মের স‌ংখ্যা তো অগুণতি। তার মধ্যে এক ডজন বেছে রাখা হল এই গ্যালারিতে। মিলিয়ে দেখুন তো আর মধ্যে কোনগুলো আপনি আপনার ফান টাইমে হামেশাই করে থাকেন—

Advertisement

আরও দেখুন-

লুকিয়ে অ্যাডাল্ট দৃশ্য দেখার ঘটনা কি ফাঁস হয়ে গিয়েছিল আপনার? বা অন্য কিছু

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement